Advertisement
Advertisement

বারান্দায় দাঁড়িয়ে অশরীরী! হাসপাতালে ভূতের ভিডিও ঘিরে তোলপাড় দার্জিলিং

ব্যাপারটা কী?

Darjeeling hospital ghost Video
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 24, 2018 7:54 pm
  • Updated:May 24, 2018 7:54 pm

স্টাফ রিপোর্টার, শিলিগুড়ি: দার্জিলিং হাসপাতালে ভূত! সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ‘ছবি’কে ঘিরে তোলপাড় দার্জিলিং৷ যদিও ওই ছবিটি হাসপাতাল ক্যাম্পাসেরই নয় বলে সাফ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নিছক মজা বা গুজব ছড়াতে কেউ এমনটা করেছে বলেও মনে করছেন তারা৷

[  বিশ্বভারতীর সমাবর্তনে বাদ দেশিকোত্তম, দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ]

Advertisement

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, একটি পাইপ বেয়ে বহুতলের ব্যালকনিতে উঠে যাচ্ছে অশরীরী মহিলা অবয়ব৷ মহিলার চলনে কিছুটা অস্বাভাবিকতা স্পষ্ট। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, একটি ভিডিও তৈরি করে কেউ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিয়েছেন। এর পরই  শেয়ার, লাইকের বন্যা বইতে শুরু করেছে। যদিও হাসপাতালে নার্স থেকে কর্মী, সকলেই এক বাক্যে অস্বীকার করেছেন ঘটনাটিকে। কর্মরত নার্সদের দাবি, এমনটা কখনই হতে পারে না। ছবিতে দেখানো বিল্ডিংটি আদৌ হাসপাতালেরই নয় বলেও দাবি তাঁদের। হাসপাতালে রাতে কাজ করেন এমন কর্মীদেরও দাবি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটির দাবি ভিত্তিহীন। তবে, ভিডিওটি নিয়ে যতই প্রশ্ন উঠুক, আপাতত দার্জিলিং হাসপাতাল ঘিরে রীতিমতো চর্চায় চলে এসেছে বিষয়টি। অনেকেই সন্দেহ প্রকাশ করছেন৷ অনেকে আবার মজাও করছেন৷

Advertisement

[  বেড়াতে নিয়ে যাওয়ার নামে নাবালিকাকে অপহরণ, আপত্তিকর ছবি ছড়াল ‘প্রেমিক’ ]

খবরটা ছড়িয়ে যাওয়ায় কেউ কেউ ইতিউতি খোঁজ খবরও করছেন। এর সূত্রেই ছড়িয়ে পড়ছে নানা গল্প, জল্পনা। কেউ দাবি করছেন রাতে হাসপাতালে ভর্তি কোনও রোগীর জন্য জল আনতে গিয়ে তার বাড়ির লোক কেউ এই দৃশ্যটি দেখেছিল। কারও আবার অন্য দাবি, এমনটা হওয়া মোটেও অস্বাভাবিক নয়। দার্জিলিং হাসপাতালের সুপার সৈকত প্রধান বলেন, “ওই ভাইরাল ভিডিও-র কোনও ভিত্তি নেই। কে বা কারা কেনও এই ভিডিও ছড়িয়ে দিয়েছে তা জানিনা। তবে বিল্ডিংটি আদতে দার্জিলিং হাসপাতালের নয়। এনিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ