Advertisement
Advertisement

Breaking News

প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের দিন ঘোষণা চার জেলায়

ক্লিক করে জেনে নিন কোথায় কত তারিখে ইন্টারভিউয়ের দিন ধার্য হল!

Dates Announced For Bengal Primary Teacher Recruitment
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 22, 2016 9:29 am
  • Updated:January 17, 2020 3:43 pm

স্টাফ রিপোর্টার: প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আরও চার জেলার ইন্টারভিউয়ের দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ শুক্রবার পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য জানান, দার্জিলিঙের শিলিগুড়িতে ইন্টারভিউ হবে আগামী ২৫ অক্টোবর৷ ২৬ ও ২৭ অক্টোবর ইন্টারভিউ হবে আলিপুরদুয়ারে৷ বীরভূমের প্রার্থীদের ইন্টারভিউয়ের দিন চূড়ান্ত হয়েছে ২৫-২৭ অক্টোবর৷ দক্ষিণ দিনাজপুরের ইন্টারভিউয়ের দিন এখনও পুরোপুরি চূড়ান্ত হয়নি৷ তবে ওই জেলার প্রার্থীদের ইন্টারভিউ হতে পারে সম্ভবত ২৭ ও ২৮ অক্টোবর৷ দ্রুত মালদহ ও হাওড়া জেলার ইন্টারভিউয়ের দিন ঘোষণা করা হবে৷
এদিকে শুক্রবার থেকে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়া জেলায় ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট শুরু হয়েছে৷ এদিন সর্বত্র নির্বিঘ্নেই ইন্টারভিউ হয়েছে বলে জানান মানিকবাবু৷ ২২ অক্টোবর বাঁকুড়া ও ২৪ অক্টোবর জলপাইগুড়ি জেলায় এই প্রক্রিয়া চলবে৷ বর্ধমান, পূর্ব মেদিনীপুর, কোচবিহারে উপনির্বাচন রয়েছে৷ ওই তিন জেলায় নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে ইন্টারভিউ হতে পারে৷ কিন্তু এখনও এ বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি৷ টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) উত্তীর্ণ প্রার্থীদের মোবাইলে এসএমএস ও ইমেল মারফত ইন্টারভিউয়ের সংক্রান্ত যাবতীয় তথ্য ১৯ থেকে ২৮ অক্টোবরের মধ্যে জানাচ্ছে পর্ষদ৷ পরীক্ষায় বসার আবেদন জানানোর সময়ে প্রার্থীর দেওয়া রেজিস্টার্ড মোবাইল নম্বর ও ইমেল আইডিতে বিস্তারিত বিবরণ জানিয়ে দেওয়া হচ্ছে৷ উল্লেখ্য, প্রাথমিক স্কুলগুলিতে মোট শূন্যপদ রয়েছে ৪২ হাজার ৯৪৯৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ