Advertisement
Advertisement

Breaking News

ঠান্ডা পানীয়

ঠান্ডা পানীয়তে ভাসছে মরা টিকটিকি, গুরুতর অসুস্থ শিশু

থানায় অভিযোগ দায়ের পরিবারের।

Dead Lizard found in packet of Cold drink at Baruipur
Published by: Tanumoy Ghosal
  • Posted:August 5, 2019 1:52 pm
  • Updated:August 5, 2019 2:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  পাড়ার দোকান থেকে ঠান্ডা পানীয় কিনে দিয়েছিলেন এক আত্মীয়। সেই পানীয় খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ল বছর চারেকের এক শিশু। পরিবারের লোকেদের দাবি, ঠান্ডা পানীয়ের প্যাকেটে ভাসছিল একটি মরা টিকটিকি৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। থানায় অভিযোগ দায়ের করেছে পরিবারের লোকেরা।

[ আরও পড়ুন: মৃত্যুর কারণ নিয়ে সংশয়, দাহকাজ আটকে মৃতদেহ পাঠানো হল ময়নাতদন্তে]

ওই শিশুটির নাম অঙ্কিত মহাপাত্র। বাড়ি বারুইপুরের সাহাপুরে। গত শনিবার দুপুরে পাড়ারই একটি দোকান থেকে তাকে ঠান্ডা পানীয় কিনে দিয়েছিলেন  এক আত্মীয়। পরিবারের লোকের দাবি, কিছুটা খাওয়ার পর স্ট্র-এ আর ঠান্ডা পানীয় আসছিল না। কিন্তু তখনও প্যাকেটে পানীয় ছিল। অঙ্কিতের মায়ের দাবি, যখন তিনি প্যাকেটটি খোলেন তখন দেখা যায় ওই প্যাকেটে একটি মরা টিকটিকি ভাসছে৷ এদিকে এই ঘটনার কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়ে অঙ্কিত। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা হাসপাতালে। ওই শিশুটিকে চিকিৎসকরা ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছেন বলে জানা গিয়েছে।

Advertisement

এদিকে এই ঘটনার পর রীতিমতো আতঙ্কে অঙ্কিত মহাপাত্রের পরিবারের লোকেরা। রবিবার রাতেই ঠান্ডা পানীয় প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন শিশুর বাবা। তাঁর দাবি, ওই ঠান্ডা পানীয় সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক প্রশাসন, যাতে আর কোনও শিশু এভাবে অসুস্থ হয়ে না পড়ে।

Advertisement

[ আরও পড়ুন: জন্মের তিনদিন পর মৃত্যু সন্তানের, সদ্যোজাতের কর্নিয়া দানের সিদ্ধান্ত মায়ের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ