Advertisement
Advertisement

বনধে শুনশান পুরুলিয়ার বলরামপুর, বিজেপি কর্মী খুনের প্রতিবাদে সরব অমিত শাহ

বরাবাজারেও আক্রান্ত দুই বিজেপি কর্মী।

Deadly calm prevails in Purulia, Amit Shah protest BJP’s workers murder
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 31, 2018 12:07 pm
  • Updated:May 31, 2018 12:07 pm

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: বিজেপির ডাকা ১২ ঘণ্টার বনধে থমথমে পুরুলিয়া৷ বিজেপি কর্মী খুনের প্রতিবাদে চলছে বলরামপুর বনধ৷ আজ সকাল থেকে কার্যত শুনশান বলরামপুর৷ অশান্তি এড়াতে মোতায়েন রয়েছে পর্যাপ্ত বাহিনী৷ তবে, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হলেও আতঙ্ক কাটেনি স্থানীয়দের মধ্যে৷ বরং, বুধবার রাতে রাজনৈতিক হিংসার খবর ছড়িয়ে পড়তেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে জঙ্গলমহলে৷

বিজেপি কর্মী খুনের বিতর্ক আরও উসকে দিয়েছেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ নিজেই৷ গোটা ঘটনার নিন্দা জানিয়ে টুইটারে মোদির সেনাপতি অমিত শাহ বলেন, ‘‘পশ্চিমবঙ্গে আমাদের কর্মীদের এভাবে মারা হল৷ এটা খুবই হতাশাজনক৷ মতাদর্শগত পার্থক্য থাকার কারণে আজ ওই যুবককে মেরে গাছে সঙ্গে ঝুলিয়ে দেওয়া হল৷’’

Advertisement
[ভোট পরবর্তী হিংসা অব্যাহত, তরুণ বিজেপি কর্মীর মৃত্যুতে উত্তপ্ত পুরুলিয়া]

রাজ্যে বিজেপি কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে অমিত শাহের টুইটের পর বঙ্গ বিজেপির তরফেও বড়সড় আন্দোলনের কথা ঘোষণা করা হয়৷ ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের উপযুক্ত শাস্তি-সহ মৃত যুবকের পরিবারের সদস্যদের পাশে থাকারও আশ্বাস দেওয়া হয় বঙ্গ বিজেপির তরফে৷

Advertisement

বুধবার সাতসকালে কর্মী খুনের খবরে রাজনৈতিক উত্তাপ বাড়তে না বাড়তেই রাতেই ফের দুষ্কৃতীর হাতে আক্রান্ত হন বিজেপির দুই কর্মী৷ বলরামপুর লাগোয়া বরাবাজার এলাকার এই ঘটনায় বৃহস্পতিবার নতুন করে উত্তেজনা তৈরি হয়৷ বিজেপির অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা তাঁদের কর্মীদের উপর চড়াও হয়৷ দুষ্কৃতী তাণ্ডবে মাথায় ও পায়ে গুরুতর চোট পান দুই বিজেপি কর্মী৷ তাঁদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপতালে ভরতি করা হয়েছে৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

20180531_072010

বুধবার রাতের এই হামলার খবর বৃহস্পতিবার ছড়িয়ে পড়েই উত্তেজনা তৈরি হয়৷ এদিনের বনধের সমর্থনে ও কর্মী মৃত্যুর প্রতিবাদে পুরুলিয়া শহরে যুবমোর্চার তরফে বিক্ষোভ ও ধিক্কার মিছিল হয়৷ বিজেপির অভিযোগ, এই ঘটনার পিছনে তৃণমূলের হাত রয়েছে৷ যদিও তৃণমূলের পক্ষে তা অস্বীকার করা হয়েছে৷

[পুরুলিয়া বিজেপি কর্মী খুন, সিবিআই তদন্তের দাবি বিজেপির]

অভিযোগ, মঙ্গলবার রাতে বলরামপুরের সুপুরডি গ্রামে বিজেপির যুবকর্মী ত্রিলোচন মাহাতোকে খুন করে গাছে ঝুলিয়ে দেয় দুষ্কৃতীরা। মৃত ওই বিজেপি কর্মীর পরনে থাকা জামার উপর হুমকি পোস্টার লেখা উদ্ধার হয়৷ এঘটনায় বুধবার চাঞ্চল্য তৈরি হয় বলরামপুর-সহ গোটা পুরুলিয়া জেলায়৷

ছবি- সুনীতা সিং

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ