Advertisement
Advertisement

শতাব্দীপ্রাচীন জুবিলি ব্রিজের নাম বদলে হল সম্প্রীতি

ইতিহাসের এক পর্বে যবনিকা৷ শুরু নতুন অধ্যায়ের৷

Decades Old Jubilee Bridge Is Now Sampreeti Bridge
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 10, 2016 11:18 am
  • Updated:May 20, 2023 1:55 pm

নিজস্ব সংবাদদাতা: ইতিহাসের এক পর্বে যবনিকা৷ শুরু নতুন অধ্যায়ের৷ এও এক ইতিহাসের সূচনা৷ রেল প্রতিমন্ত্রী রাজেন গোহেনের হাত দিয়ে শুরু হল ইতিহাসের এই বদল৷ শতাব্দীপ্রাচীন রেলব্রিজ ‘জুবিলি ব্রিজের’ নাম বদলে হল ‘সম্প্রীতি ব্রিজ’৷
শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই নাম পরিবর্তন করে রেল প্রতিমন্ত্রী বলেন, প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের কাজগুলি ধীরে সম্পন্ন হচ্ছে৷ যদিও কাজগুলি বহু দিন আটকে ছিল৷ রেল বাজেটে ঘোষিত বহু প্রকল্পের কাজ শুরু হয়ে গিয়েছে৷ মোদি সরকার রেলকে নিয়ে স্বপ্ন দেখেছে৷ তা বাস্তবায়ন হচ্ছে রেলমন্ত্রী সুরেশ প্রভুর তৎপরতায়৷ নতুন এই ব্রিজটি সম্পর্কে তিনি বলেন, এটা সর্ববৃহৎ সিঙ্গল গার্ডার ব্রিজ৷ দেশে এই প্রথম৷ যাত্রী স্বাচ্ছন্দ্য নিয়ে নতুন এক বার্তা দিয়ে তিনি বলেন, ট্রেনে সমস্যা হলে টিকিট পরীক্ষককে জানান৷ সব সমস্যারই সমাধান হবে৷ এ জন্য দশ জায়গায় ফোন করা দরকার নেই৷ পূর্ব, দক্ষিণ-পূর্ব ও মেট্রোর একাধিক প্রকল্পের উদ্বোধন করেন তিনি৷

jubilee1_web
রেলের অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়৷

রেলের হাসপাতালের উন্নতিকল্পে বিশেষ চিকিৎসা ব্যবস্থা ‘আয়ুষ’-এর উদ্বোধন করেন৷ প্রাথমিকভাবে বি আর সিং হাসপাতালে এই চিকিৎসা চালু হল৷ যোগ, আয়ুর্বেদ, জড়িবুটি, সিদ্ধা ও হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা থাকছে এই চিকিৎসায়৷ সাগরদিঘি থেকে গোসাইগ্রাম ডবল লাইনের সূচনা, বোলপুরে রোড ওভারব্রিজ, দক্ষিণ-পূর্ব রেলের বাঁকুড়া স্টেশনে ফুট ওভারব্রিজ ও স্বচ্ছতা নিয়ে তৈরি অ্যানিমেশন ছবির উদ্বোধনও করেন তিনি৷ মেট্রোর মহানায়ক উত্তমকুমার স্টেশনে তৈরি হওয়া তৃতীয় প্ল্যাটফর্ম-এর উদ্বোধন, বাড়তি ২২টি ট্রেন চলাচলের সূচনা করেন রেল প্রতিমন্ত্রী৷ এছাড়া ন’পাড়া, দমদম, কবি সুভাষ স্টেশনে সোলার প্ল্যান্ট-এর উদ্বোধন করেন৷
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব, দক্ষিণ-পূর্ব ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজার, হাওড়ার ডিআরএম৷ পুরনো জুবিলি ব্রিজটির পাশে নতুন ব্রিজটি তৈরি করতে খরচ হয়েছে ২৯০ কোটি টাকা৷ পুরনো জুবিলি ব্রিজটি নির্মাণ হয়েছিল ১৮৮৭ সালের ১৬ ফেব্রুয়ারি৷ ভিক্টোরিয়া শাসনে ৫০ বছর স্মরণে ব্রিজটির নামকরণ করা হয়েছিল ‘জুবিলি ব্রিজ’৷ সে সময় ১২ ফুট চওড়া ডবল লাইনে ট্রেন চলাচল করত৷ পরবর্তী সময়ে উচ্চ বহন ক্ষমতাসম্পন্ন ইঞ্জিন চালু হওয়ায় ওই সেতুটিকে সিঙ্গল লাইনে পরিণত করা হয়৷ যার উপর দিয়ে একটি মাত্র ট্রেন চলাচল শুরু হয়৷ পুরস্কার স্বরূপ তিন রেলের জিএমদের হাতে দু’লক্ষ করে টাকার চেক তুলে দেন রেল প্রতিমন্ত্রী৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ