Advertisement
Advertisement

পাহাড়ে গণতন্ত্র নেই! অভিযোগে সরব জাতীয় মহিলা কমিশন

গত বছরের ঘটনায় বহু মহিলা এখনও চিকিৎসা পাননি বলে অভিযোগ চেয়ারপার্সন রেখা শর্মার।

Democracy gagged in West Bengal’s Hills, observes NWC
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 18, 2018 4:47 pm
  • Updated:April 18, 2018 4:47 pm

সঞ্জীব মণ্ডল, শিলিগুড়ি: ক্ষোভটা আগেই প্রকাশ করেছিলেন৷ এবার সরাসরি প্রশাসনিক কর্তাদের ডেকে পাঠিয়ে কারণ জানতে চাইল জাতীয় মহিলা কমিশন৷ শুধু ডেকে পাঠানোই নয়, পাহাড়ে গণতান্ত্রিক পরিবেশ নেই বলেও উষ্মা প্রকাশ করেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা৷ এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে পাহাড়কে ভারতের অংশ হিসাবে মনে করতে পারছেন না বলে মন্তব্য করেছেন মহিলা কমিশনের চেয়ারপার্সন৷

কমিশন সূত্রে জানা গিয়েছে, পাহাড়ে পৃথক গোর্খা আন্দোলন চলার সময় পুলিশ সুপার ও আইজিদের দিল্লিতে ডেকে পাঠানো হতে পারে৷ একইসঙ্গে পাহাড়ে আন্দোলনের সময় পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে করাতে পারে কমিশন৷

Advertisement

চারদিনের পাহাড় সফরে গিয়ে বুধবার শিলিগুড়িতে স্টেট গেস্ট হাউসে সাংবাদিকদের জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা বলেন, ‘‘পাহাড়ে গণতন্ত্র নেই।’’ অভিযোগ করেন, তাঁর এই পাহাড় সফরে পুলিশ-প্রশাসনের কোনও সহযোগিতা করেনি৷ তিনি জানান, চারদিনের পাহাড় সফরে ১৫০ জনের সঙ্গে কথা বলেছেন৷ ১০৪ দিনের আন্দোলনের সময় আন্দোলনকারীদের উপর অত্যাচার হয়েছে বলে অভিযোগ করেন তিনি৷ জানান, এই সফরে গিয়ে যা যা তিনি শুনেছেন, দেখেছেন তা রিপোর্ট আকারে রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানানো হবে৷ দার্জিলিং ও কালিম্পং ঘুরে বুধবার তিনি শিলিগুড়িতে যান৷ এদিন দুপুরের বিমানে দিল্লি ফেরার কথা তাঁর৷ তিনি বলেন, পাহাড়ে ১০৪ দিনের আন্দোলনের সময় দার্জিলিং ও কালিম্পং জেলার পুলিশ সুপার, পুলিশের আইজিকে তলব করা হবে৷

Advertisement

চারদিনের পাহাড় সফরের প্রথম দিনই দার্জিলিংয়ে তাঁকে মহিলাদের বিক্ষোভের মুখে পড়তে হয়৷ সোমবার দিনভর তিনি পাহাড়ের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন৷ মঙ্গলবার তিনি কালিম্পংয়ে চলে যান৷ কালিম্পং জেলে গিয়ে বন্দিদের সঙ্গে কথা বলেন৷ জেলে আটক মোর্চার বিচারাধীন বন্দিদের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি৷ তিনি বলেন,‘‘প্রত্যেকের বিরুদ্ধে ৩০-৩৫টি মামলা দেওয়া হয়েছে৷ মনে হচ্ছে, পুরো জীবনটাই এদের শেষ হয়ে যাবে মামলা লড়তে লড়তে৷’’ দার্জিলিং নিয়েও তাঁর অভিজ্ঞতা তিক্ত৷ তিনি অভিযোগ করেন, গত বছরের ঘটনায় বহু মহিলা এখনও চিকিৎসা পাননি৷ তাঁর হস্তক্ষেপে মঙ্গলবার ওই মহিলাদের চিকিৎসার ব্যবস্থা করা হয় বলে তাঁর দাবি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ