Advertisement
Advertisement

কলকাতার পর কালিম্পং, বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার!

ফের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

Demolition work in Siliguri after Calcutta HC judge Abhijit Ganguly's order | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:August 19, 2023 2:22 pm
  • Updated:August 19, 2023 2:22 pm

গোবিন্দ রায়: কলকাতার পর কালিম্পং। আরও একটি বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার ব্যবহারের পরামর্শ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কালিম্পং পুরসভাকে পাঁচ দিনের মধ্যে বেআইনি নির্মাণ ভাঙতে নির্দেশ দিয়েছেন তিনি। বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ, আগামী ২২ আগস্টের মধ্যে ওই বেআইনি নির্মাণ না ভাঙলে স্বতঃপ্রণোদিতভাবে আদালত অবমাননার মামলা করা হবে পুরসভার বিরুদ্ধে। তিনি আরও বলেছেন, পুরসভা চাইলে ওই নির্মাণ বুলডোজার ব্যবহার করতে পারে। এর আগে কলকাতার একটি বেআইনি নির্মাণ ভাঙতেও বুলডোজার ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

কালিম্পং পুরসভার অনুমতি না নিয়ে বেআইনি ভাবে একটি নির্মাণ করা হয়েছে অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা করেন বীরবাহাদুর বলন নামে এক স্থানীয় বাসিন্দা। তাঁর বক্তব্য, পাহাড়ি এলাকায় এই ধরণের নির্মাণ বিপদ ডেকে আনতে পারে। ওই নির্মাণের উপরে অংশে একটি স্কুলও রয়েছে। গত সোমবার রাত ১২টার মধ্যে ওই নির্মাণটি ভাঙার নির্দেশ দেন তিনি। অভিযোগ, আদালতের নির্দেশের পরেও বেআইনি নির্মাণটি সম্পূর্ন ভাঙা হয়নি। ফলে বিষয়টি নিয়ে ফের আদালতের দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারী।

Advertisement

[আরও পড়ুন: ‘একটু কমিয়ে দিতে বলুন না’, মহিলার আবেদনে অবাক ফিরহাদ]

এর পরে কেন আদালতের নির্দেশ কার্যকর করা হয়নি তা জানতে পুরসভার এক্সিকিউটিভ অফিসারকে তলব করে আদালত। হাই কোর্ট জানায়, ২৪ ঘণ্টার মধ্যে ওই অফিসারকে সশরীরে হাজিরা দিয়ে জানাতে হবে কেন কোর্টের নির্দেশ পালন করা হয়নি। বৃহস্পতিবার কালিম্পং পুরসভার এগজিকিউটিভ অফিসার সব্যসাচী চট্টোপাধ্যায় আদালতে সশরীরে হাজিরা দিয়ে জানান, কিছু অংশ বেআইনি নির্মাণ করা হয়েছিল প্রাথমিকভাবে মনে করা হয়েছিল। পরে দেখা যায় পাহাড়ের কোলে ওই ভবনটি সম্পূর্ণ বেআইনি ভাবে নির্মাণ করা হয়েছে। ফলে পুরসভার অতিরিক্ত সময় লাগবে। কমপক্ষে পাঁচ দিন সময় দেওয়া হোক। এই আরজি মঞ্জুর করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতি জানান, আগামী ২২ আগস্ট বিকেল চারটের মধ্যে ওই ভবনটি ভাঙতে হবে। পরের দিন তা নিয়ে রিপোর্ট জমা দিতে হবে আদালতে। নইলে স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ করবে আদালত।

Advertisement

[আরও পড়ুন: লোকসভা নির্বাচনের আগেই কমবে পেট্রল-ডিজেলের দাম? জবাব দিলেন মন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ