Advertisement
Advertisement

Breaking News

রমজান মাসে পঞ্চায়েত ভোট নয়, কমিশনের কাছে আরজি সংখ্যালঘু সম্প্রদায়ের

রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করলেন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা।

Do not conduct panchayet vote in Ramzan, Minority community request State Election commission
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 25, 2018 3:54 pm
  • Updated:October 27, 2018 5:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রমজানের আগে পঞ্চায়েত ভোট সেরে ফেলার আরজি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা। বুধবার সকালে কমিশনের দপ্তরে গিয়ে রাজ্য নির্বাচনের কমিশনারের সঙ্গে দেখা করেন তাঁরা। সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা বলেন, রমজানের সময় একমাস ধরে দিনভর নির্জলা উপোস করেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। তাই ওই সময়ে যদি পঞ্চায়েত ভোট হয়, তাহলে সমস্যায় পড়বেন তাঁরা।

[বাংলায় এখন এক গাছে আম-আমড়া-কাঁঠাল ফলছে: মমতা]

Advertisement

দীর্ঘ টালবাহানার পর পঞ্চায়েত ভোট নিয়ে আইনি জটিলতা মিটেছে। রাজ্য নির্বাচন কমিশনকে ফের নতুন করে বিজ্ঞপ্তি জারি ও মনোনয়নের সময়সীমা বাড়ানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। আদালতে নির্দেশ সোমবার ফের মনোনয়ন জমা নেওয়া হয়েছে। বুধবার শুরু হয়ে গিয়েছে মনোনয়নপত্র স্ক্রুটিনি কাজও। কিন্তু, পঞ্চায়েত ভোটের নয়া নির্ঘণ্ট নিয়ে রাজ্য-কমিশনের মতানৈক্য এখন চরমে। তাই রাজ্যে পঞ্চায়েত ভোট কবে হবে? ক’দফায় হবে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। এই পরিস্থিতিতে বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অমরেন্দ্র সিংয়ের সঙ্গে দেখা করলেন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা। কমিশনের কাছে তাঁদের আরজি, রমজান মাসের মধ্যে যেন পঞ্চায়েত ভোট না হয়। কারণ, ওই সময়ে প্রতিদিন রোজা রাখেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। দিনভর নির্জলা উপোস করতে হয়। তাই রমজানে মাসে পঞ্চায়েত ভোট হলে, সমস্যায় পড়বেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা।

Advertisement

[যেটুকু মনোনয়ন জমা পড়েছে তা দিয়েই ভোটে লড়াইয়ের প্রস্তুতি বিজেপির]

বস্তুত, রমজান মাসে পঞ্চায়েত হোক, চাইছে না রাজ্য সরকারও। শোনা যাচ্ছে, কমিশনকে প্রয়োজনে রাজ্য পুলিশ দিয়ে এক দফায় পঞ্চায়েত ভোট করার প্রস্তাব দিয়েছে নবান্ন। কিন্তু, সেই প্রস্তাবে রাজি নয় রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের বক্তব্য, রাজ্য পুলিশ দিয়ে গোটা রাজ্যে মাত্র এক দফায় পঞ্চায়েত ভোট করা সম্ভব নয়। সেক্ষেত্রে মনোনয়নের মতো ভোটগ্রহণেও যদি অশান্তি হয়, তাহলে ফের আদালতের দ্বারস্থ হতে পারে বিরোধীরা।

[তৃণমূলের নাম করে ভুয়ো ‘মিডিয়া সেল’-এর জালিয়াতি, গ্রেপ্তার ১]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ