দেবব্রত মণ্ডল, বারুইপুর: দেবী দুর্গার আবাহনে অভিনব উদ্যোগ সংসারের ‘দুর্গা’দের জন্য। কোলের শিশুদের নিয়ে পুজো দেখতে বেরনো মায়েদের জন্য পুজো মণ্ডপেই আলাদা করে স্তন্যপানের ব্যবস্থা করল বারুইপুরের (Baruipur)চুনাখালি সর্বজনীন দুর্গোৎসব কমিটি। তিনটি আলাদা ঘেরা জায়গা রাখা হয়েছে। তার বাইরে লেখা – ‘পুরুষ প্রবেশ নিষেধ’। দুর্গাপুজোয় (Durga Puja) এমন অভিনব উদ্যোগ নিয়ে দর্শনার্থীদের প্রশংসা কুড়োচ্ছে এই পুজো কমিটি। বিশেষত মণ্ডপে ছোট সন্তানদের নিয়ে আসা মায়েরা খুব খুশি।
বারুইপুরের চুনাখালি সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবার ৭৭ বছরে পা দিয়েছে। পূজা মণ্ডপ জুড়ে পরিবেশবান্ধব আবহ। এবার এখানকার পূজা মন্ডপে তৈরি করা হয়েছে ইসকন মন্দিরের আদলে। বিভিন্ন মনীষীর ছবি রাখা হয়েছে মণ্ডপে। মূলত ভারতবর্ষ যেদিন স্বাধীনতা পায়, সেই বছর থেকেই এই পুজো হয়ে আসছে চুনাখালিতে।
সুন্দরবনের (Sunderban) যে কয়েকটি বড় পুজো হয়, তার মধ্যে এটি একটি অন্যতম বড় পুজো। প্রতিদিন এই পুজোকে কেন্দ্র করে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। পরিবেশ রক্ষার বার্তার পাশাপাশি এবার অভিনব উদ্য়োগ নিয়েছে পুজো কমিটি। শিশুদের মাতৃদুগ্ধ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে মণ্ডপে। তিনটি জায়গা তৈরি করা হয়েছে একই রকম ভাবে। সেখানে ‘পুরুষদের প্রবেশ নিষেধ’ বলেও লেখা আছে। টেবিল, চেয়ার সবই রাখা হয়েছে সেখানে। দেওয়া হয়েছে ফ্যান। যাতে মায়েদের কোনও অসুবিধা না হয়।
এ বিষয়ে পূজা কমিটির মুখ্য উপদেষ্টা বাপ্পাদিত্য নস্কর বলেন , ”ঠাকুর দেখতে আসার পর বহু মায়েদের দুধ পান করানোর জন্য সমস্যার মধ্যে পড়তে হয়েছে মায়েদের। তাই তাঁদের কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.