Advertisement
Advertisement

Breaking News

প্রবল বর্ষণ উত্তরে, ডুয়ার্সের সঙ্গে বিচ্ছিন্ন শিলিগুড়ির যোগাযোগ

রাতভর প্রবল বৃষ্টির জেরে এলাকার বেশ কয়েকটি জায়গা জলমগ্ন৷

Dwarres disconnected with Siliguri, strong rains in north
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 24, 2018 5:06 pm
  • Updated:May 24, 2018 5:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতভর মেঘভাঙা বৃষ্টিতে ডুয়ার্সের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ একপ্রকার বন্ধ৷ বিপর্যস্ত জনজীবন৷ বুধবার রাতভর মুষলধারে বৃষ্টির জলের তোড়ে ভেসে গিয়েছে নাগরাকাটা নন্দুমোড়ে জাতীয় সড়ক কালভার্ট৷ ফলে, বন্ধ হয়ে পড়েছে জাতীয় সড়কে যান চলাচল৷ ফলে, সড়ক পথে ডুয়ার্সের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে৷ রাতভর প্রবল বৃষ্টির জেরে এলাকার বেশ কয়েকটি জায়গা জলমগ্ন৷

[ওপার বাংলা থেকে শান্তিনিকেতনে এল রবি ঠাকুরের ব্যবহৃত কেরোসিন বাতি]

পরিস্থিতি আরও বেগতিক করেছে শুক্রবার সকালের বৃষ্টি৷ আজ সকাল থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত শুরু হয়েছে উত্তরবঙ্গে৷ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুর, কোচবিহার ও দুই দিনাজপুরে শুরু হয়েছে বৃষ্টি সঙ্গে চলছে ঝড়৷ গতকাল রাতের বৃষ্টির সঙ্গে সঙ্গে আজ সকালের বৃষ্টিতে কার্যন্ত বিপর্যন্ত জনজীবন৷ রাতভর বৃষ্টির জেরে একধাক্কায় কমেছে তাপমাত্রা৷

Advertisement

[হাসনাবাদ থেকে গ্রেপ্তার ভাগাড় কাণ্ডের মূল অভিযুক্ত কওসর আলি ঢালি]

উত্তরবঙ্গে দফায় দফায় বৃষ্টিপাত শুরু হলেও দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত কোনও পূর্বাভাস দিতে পারেনি হাওয়া অফিস৷ তবে, বৃষ্টির পূর্বাভাস না পাওয়া গেলেও বর্ষার আগমনী শোনা গিয়েছে৷ আবহাওয়া দপ্তর জানিয়েছে, দিন তিনেকের মধ্যে মৌসুমি বায়ুর দক্ষিণ আন্দামান সাগরে ঢুকে পড়ার অনুকূল পরিস্থিতি রয়েছে। কেরলে মৌসুমি বায়ু বা বর্ষা প্রবেশের স্বাভাবিক দিন পয়লা জুন। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে, এবার ২৯ মে নাগাদ কেরলে বর্ষা ঢুকে পড়তে পারে।

Advertisement

মৌসুমি বায়ুর স্রোতের একটা প্রান্ত কেরল হয়ে দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করে। তারপর এটি দেশের অভ্যন্তরে অগ্রসর হতে শুরু করে। মৌসুমি বায়ুর অন্য প্রান্ত আন্দামান সাগর, বঙ্গোপসাগর হয়ে মায়নমারকে ছুঁয়ে উত্তর-পূর্ব ভারতে ঢুকে পড়ে৷ এরপর মৌসুমি বায়ুস্রোত পর্যায়ক্রমে গোটা দেশে ছড়িয়ে পড়ে৷ কেরলে আসার দিন দশেকের মধ্যে সাধারণত পশ্চিমবঙ্গে বর্ষা ঢুকে পড়ে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ