সুব্রত বিশ্বাস: মুছে যাচ্ছে অতীতের রেলযাত্রা! কার্ডবোর্ড টিকিট এখন খরচের খাতায়। এই ধরনের কয়েক কোটি টিকিট পুড়িয়ে ফেলার কাজ শুরু করেছে পূর্ব রেল। কারণ, স্মৃতির অতলে তলিয়ে যাওয়া সেই কার্ডবোর্ড টিকিট আর রেলের কোনও কাজে লাগবে না।
সম্প্রতি পূর্ব রেলের প্রিন্সিপ্যাল চিফ কমার্শিয়াল ম্যানেজার উদয় শঙ্কর ঝা এই কার্ড বোর্ড টিকিট পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন। তারপরই সিদ্ধান্ত কার্যকর করা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। তবে টিকিট পোড়ানো শুরু হতেই শুরু হয়েছে একাধিক অভিযোগ। বিভিন্ন স্টেশন সূত্রে খবর, এখন যে ইউটিএস ও থার্মাল-সহ নানা ধরণের কাগজের টিকিট বিক্রির পদ্ধতি রয়েছে, তার লিঙ্ক ফেল হলে কীভাবে টিকিট দেওয়া হবে? সেনিয়ে নানা প্রশ্ন উঠছে। ওই সময়ে এই কার্ড বোর্ড টিকিট দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। এজন্য দাবি উঠছে, কার্ড বোর্ড টিকিট বিদায়ের পরও ২৫ শতাংশ এই টিকিট অন্ত রেখে দেওয়া হোক আপতকালীন পরিস্থিতিতে।
তবে এই ধরণের অভিযোগ উড়িয়ে দিয়েছে রেল। শিয়ালদহের সিনিয়র ডিসিএম পবনকুমার বলেন, এখন থিম ক্লায়েন্ট সিস্টেম এসে গিয়েছে। ফলে ৭২ ঘণ্টা লিঙ্ক না থকেলেও টিকিট ইস্যু করা সম্ভব। ফলে স্টেশনগুলোতে কার্ড বোর্ড টিকিট জায়গা জড়ো করে পড়ে রয়েছে। তাই পুড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। প্রতিটা স্টেশনে কমার্শিয়াল ও অ্যাকাউন্ট বিভাগ হিসেব নিকেশ করে এই টিকিট জ্বালানোর কাজ করছে বলে জানান পবনকুমার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.