Advertisement
Advertisement

Breaking News

Anubrata Mandal

ইডির নজরে অনুব্রত ঘনিষ্ঠ ‘ক্যাবলা’-সহ ৪, হিসাবরক্ষকের জামিনের পরই দিল্লিতে তলব

৩ অক্টোবর চারজনকেই দিল্লিতে ইডির দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

ED summons TMC leader Anubrata Mandal aide four people in Cattle smuggling case । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 2, 2023 9:22 am
  • Updated:October 2, 2023 4:20 pm

দেব বিশ্বাস, বোলপুর: গরু পাচার মামলায় ফের বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ চারজনকে দিল্লিতে তলব। ইডি’র তলব বোলপুর পুরসভার তৃণমূলের কাউন্সিলর, এক আইনজীবী ও পুরসভার দুই কর্মীকে। ২২ সেপ্টেম্বর গরুপাচার ও সম্পত্তি নয়ছয় মামলায় শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারি। যিনি অনুব্রতর সঙ্গে দীর্ঘদিন ছিলেন তিহাড় জেলে।

হিসাবরক্ষক জামিন পাওয়ার সঙ্গে সঙ্গেই ফের ইডি’র তলবের তালিকায় নয়া সংযোজন। ডাক পেয়েছেন ২২ নম্বর ওয়ার্ডের পুর-প্রতিনিধি শিবনাথ রায় ওরফে ক্যাবলা। এই কাউন্সিলর অনুব্রত মণ্ডলের ওয়ার্ডেরই। পাশাপাশি বোলপুরের আইনজীবী গৌতম হাটি ওরফে তপু, বোলপুর পুরসভার স্যানিটারি বিভাগের কর্মী সুদীপ ভট্টাচার্য ও পরিবহণ বিভাগের কর্মী কাজল মণ্ডলকেও তলব করা হয়েছে। ৩ অক্টোবর চারজনকেই দিল্লিতে ইডির দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। যা নিয়ে ফের নতুন করে চর্চা শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে।

Advertisement

[আরও পড়ুন: চকোলেট দেওয়ার নাম করে ৫ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্ত প্রতিবেশী নাবালক]

জানা যায়, এরা চারজনই কেষ্ট ঘনিষ্ঠ বলেই পরিচিত। কাঁচা টাকা হাতবদলে যুক্ত কি না, অ্যাকাউন্টকে ব্যবহার করে টাকার আদান প্রদান করা হয়েছিল কি না। এর আগেও অনেককেই একাধিকবার জেরা করে ইডি। সেই তালিকায় এবার জুড়েছে আরও নতুন নাম। মনে করা হচ্ছে, নতুন ডাক পাওয়া পুর-প্রতিনিধি, আইনজীবী, পুর-কর্মচারীদেরও নানাভাবে ব্যবহার করা হয়েছে। অনুব্রত মণ্ডলের সম্পত্তি কেনার প্রেক্ষাপটে চার জনের যুক্ত থাকার নথি মিলেছে কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের হাতে। বোলপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে জমি, বাড়ি, পুকুর, চালকল-সহ বহু সম্পত্তি রয়েছে অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নামে। সেই সম্পত্তি ক্রয়-বিক্রয়ের টাকার উৎস বা পদ্ধতি খতিয়ে দেখতে গিয়ে স্বাভাবিকভাবেই চলে এসেছে স্থানীয় পুর-প্রতিনিধির নাম। তাই তলব করা হয়েছে তাঁকেও।

Advertisement

অপরদিকে, আইনজীবী গৌতম হাটিও অনুব্রতর একান্তই ঘনিষ্ঠ। অনুব্রতর নানা মামলার কাজে এই আইনজীবী যুক্ত। আর পুর-কর্মচারী যে দু’জনকে তলব করা হয়েছে, তঁারা হলেন বোলপুর পুরসভার পুর-প্রধান পর্ণা ঘোষের স্বামী তথা অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষের একান্ত অনুগামী। এই সুদীপ্ত ঘোষ গোড়া থেকেই রয়েছেন ইডির ‘র‍্যাডারে’। বহুবার তাঁকেও জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী সংস্থা। সদ্য জামিন পেয়েছেন অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারি। ফলে অনুব্রতর জামিন নিয়েও নানা জল্পনা ছড়ায়। কিন্তু এরই মধ্যে অনুব্রত ঘনিষ্ঠ চারজনকে ইডির তলব তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: ছাগ পালনেই চলত সংসার, ধারে লটারির টিকিট কেটে কোটিপতি বর্ধমানের যুবক!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ