স্টাফ রিপোর্টার: বিধানসভায় পেশ হল না নয়া শিক্ষা বিল৷ শুক্রবার পশিমবঙ্গ কলেজ বিশ্ববিদ্যালয়ের নয়া বিলটি বিধানসভায় পেশ হওয়ার কথা ছিল৷ কিন্তু এদিন তা সম্ভব হয়নি বলে বিধানসভায় জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷
নয়া বিলে ছাত্র সংসদ নির্বাচন থেকে শুরু করে পরিচালন সমিতির সভাপতি নিয়োগ এবং শিক্ষক-অশিক্ষক কর্মীদের বদলির দায়িত্ব সরকারের নিয়ন্ত্রণে আসার কথা রয়েছে৷ কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়োগের পাশাপাশি আচরণবিধি ও নিয়ন্ত্রণও সরকারি আয়ত্তে নিয়ে আসার উল্লেখ রয়েছে বিলের খসড়ায়৷ বিলে উল্লেখিত একাধিক বিষয় নিয়ে বিতর্ক হয় শিক্ষামহলে৷
বিলটি নিয়ে বিরোধী এবং শাসক দলের অন্দরে ক্ষোভ ক্রমেই বাড়ছিল। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়াচ্ছিল উভয়পক্ষ। পরিস্থিতি আঁচ করে সরাসরি আসরে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়, আপাতত বিধানসভায় পেশ হচ্ছে না শিক্ষা বিল।