Advertisement
Advertisement

টিচার ইনচার্জ পদ থাকছে না কলেজে

শিক্ষামন্ত্রীর মতে টিচার ইনচার্জ পদটি রাখা কোনও স্থায়ী সমাধান নয়৷

Education minister proposes to abolish teacher in-charge post.
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 7, 2016 12:49 pm
  • Updated:September 7, 2016 12:49 pm

স্টাফ রিপোর্টার:  রাজ্যের কলেজগুলিতে অবলুপ্ত হতে চলেছে টিচার ইনচার্জ পদ৷ কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (কুটাব)-এর সংবর্ধনা সভায় একথা জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷

কলেজের শীর্ষকর্তা হিসাবে একেবারে স্থায়ী অধ্যক্ষ পদে নিয়োগ করা হবে৷

Advertisement

কোনও কলেজের অধ্যক্ষের মেয়াদ শেষ হয়ে গেলে তা তিন মাস অবধি বাড়ানো হবে৷ কিন্তু এই তিন মাসের মধ্যেই আরেকজন অধ্যক্ষ নিয়োগ করতে হবে৷ যদিও উচ্চশিক্ষা দফতর এই বিষয়ে ভাবনা চিন্তা করছেন৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷

Advertisement

শিক্ষামন্ত্রীর মতে টিচার ইনচার্জ পদটি রাখা কোনও স্থায়ী সমাধান নয়৷ এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় দীর্ঘদিন ধরে যাঁরা এই পদে থাকেন তাঁদের সঙ্গে অধক্ষ্যদের সম্পর্ক অনেক সময় ভাল থাকে না৷ ফলে সমস্যা হয়৷ এই কারণেই সরকারের পক্ষ থেকে এরকম সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবা হচ্ছে৷

সভায় তিনি আংশিক সময়ের শিক্ষকদের স্থায়ীকরণ নিয়েও বক্তব্য রাখেন৷

যে সব আংশিক সময়ের শিক্ষকদের ইউজিসি-র নিয়ম অনুযায়ী যোগ্যতা রয়েছে তাঁদের কলেজ সার্ভিস কমিশন পরীক্ষার মাধ্যমে নিয়োগের সুবিধা দেওয়া হবে৷ কলেজে শিক্ষকদের থাকার সময়সীমা প্রসঙ্গে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে কোনও সময় সীমা বেঁধে দেওয়া হয়নি৷ কিন্তু বেশ কিছু কলেজ সময়সীমা নির্ধারণ করে দিয়েছে৷ এই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে৷

কিছুদিন আগে টিএমসি ছাত্র সংগঠনের গোষ্ঠীদ্বন্দ প্রসঙ্গে তিনি পরিষ্কার ভাবে জানিয়ে দেন যে, যে কোনও সংগঠনের ছাত্রদের শিক্ষাঙ্গনে ছাত্রসুলভ আচরণই কাম্য৷

আগামী ৭ই জানুয়ারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য একটি প্রীতি সম্মেলনের আয়োজন করা হবে৷ এই সভায় মুখ্যমন্ত্রীও উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ