Advertisement
Advertisement
Murshidabad

জমি নিয়ে বিবাদের জের! প্রতিবেশীদের বেধড়ক মারে ‘খুন’ প্রৌঢ়

ঘটনার তদন্তে নেমে পুলিশ দুই অভিযুক্তকে আটক করেছে।

Elderly man accused of murder in Murshidabad

প্রতীকী ছবি।

Published by: Suhrid Das
  • Posted:June 16, 2025 4:35 pm
  • Updated:June 16, 2025 4:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির সামনের জমি কেনাবেচা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রতিবেশীদের সঙ্গে বিবাদ চলছিল। সেই ঘটনায় এক প্রৌঢ়কে পিটিয়ে মারা হল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সালার থানার সালু পঞ্চায়েতের ধুরসুন্দা এলাকায়। মৃতের নাম আয়ুব খাঁ(৫৩)। ঘটনার তদন্তে নেমে পুলিশ দুই অভিযুক্তকে আটক করেছে।

Advertisement

জানা গিয়েছে, আয়ুব খাঁয়ের প্রতিবেশী মিলন শেখ। সেই ব্যক্তির বাড়ি থেকে বেরনোর জন্য রাস্তার প্রয়োজন ছিল। সেজন্য আয়ুব খাঁয়ের কাছে রাস্তার জন্য প্রয়োজনীয় জমি চাওয়া হয়েছিল। টাকার বিনিময়ে জমি দিতে রাজিও হয়েছিলেন তিনি। টাকার অঙ্ক দু’পক্ষের মধ্যে ঠিক হয়ে গিয়েছিল। প্রতিবেশী আয়ুব খাঁকে আগাম কিছু টাকাও দিয়েছিলেন। অভিযোগ, এরপরে দেড় বছর পেরিয়ে গিয়েছে। কিন্তু সেই জমি আর মিলন শেখ কিনছিলেন না। শুধু তাই নয়, কবে জমি কেনা হবে? তাই নিয়ে উচ্চবাচ্যও করছিলেন না বলে অভিযোগ। এই নিয়ে মাঝেমধ্যেই দু’জনের মধ্যে বচসা চলছল বলে খবর।

আজ, সোমবার সকালে আয়ুব খাঁ মিলন শেখের কাছে ফের জমি বিক্রি ও বাকি টাকার বিষয়ে কথা বলতে গিয়েছিলেন। কিন্তু তখন ওই প্রতিবেশী জমি কেনা নিয়ে ফের গরিমসি করেন। টাকা দিতেও চাননি বলে অভিযোগ। এরপরেই আয়ুব খাঁ ওই বিতর্কিত জমিতে বাঁশের বেড়া দেওয়ার চেষ্টা শুরু করেন। তাই নিয়ে বিবাদ আরও বাড়ে। শুরু হয় হাতাহাতি। মিলন শেখ-সহ তিনজন আয়ুব খাঁকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই প্রৌঢ়ের।

খবর যায় সালার থানায়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মিলন-সহ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement