Advertisement
Advertisement

Breaking News

বীরভূমে বিস্ফোরক বোঝাই জোড়া ট্রাক আটক, সন্দেহে মাওবাদী যোগ

 বীরভূম জুড়ে বেআইনি অস্ত্র উদ্ধারে গতি

Explosive seized in Birbhum, Maoist link suspected
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 6, 2017 7:56 am
  • Updated:June 6, 2017 11:15 am

নন্দন দত্ত :  ফের বীরভূমে উদ্ধার বিস্ফোরক। এবার মহম্মদবাজারের বিস্ফোরক বোঝাই দুটি  ট্রাক আটক করল পুলিশ। যা থেকে বাজেয়াপ্ত  হয়েছে প্রায় ৮০০ বস্তা বিস্ফোরক। ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান বিপুল পরিমাণ এই বিস্ফোরক অন্ধ্রপ্রদেশ থেকে আসছিল। কিছু দিন আগে মহম্মদবাজারে খাদান বন্ধের হুঁশিয়ারি দিয়েছিল মাওবাদীরা। এই ঘটনার সঙ্গে তাদের যোগ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

[জালনোট মামলায় চার্জশিট পেশ করল NIA]

Advertisement

গত ২২ মে বোলপুরে প্রশাসনিক বৈঠকে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছিলেন নানুর-পাড়ুইয়ে আর বোমা কারখানা চলবে না। বাইরে থেকে বীরভূমে অস্ত্র ঢোকা বন্ধ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার পরই জেলা জুড়ে বেআইনি অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধারে গতি বাড়ায় জেলা প্রশাসন। গত কয়েক দিনে নানুর, পাড়ুই, কাঁকরতলা, ইলামবাজার, বোলপুর, লাভপুর, সিউড়িতে প্রচুর পরিমাণে বোমা এবং বেশ কিছু অস্ত্র বাজেয়াপ্ত হয়। ধারাবাহিক অভিযানে এবার মহম্মদবাজারের দুটি জায়গায় থেকে আটক হল বিস্ফোরক।

Advertisement

গোপন সূত্রে খবর পেয়ে মহম্মদবাজার থানার পুলিশ মঙ্গলবার ভোর রাতে ৬০ নম্বর জাতীয় সড়কে ওঁত পেতে ছিল। মহম্মদবাজারের গণপুর থেকে শালবাধরার দিকে যাচ্ছিল একটি ট্রাক। সন্দেহ হওয়ায় পুলিশ পিছু নেয়।  ধাওয়া করে রামপুরের কাছে ট্রাকটিকে আটক করে পুলিশ। যা থেকে উদ্ধার হয় ৩০০ বস্তা বিস্ফোরক। পুলিশ জানতে পেরেছে অন্ধ্রপ্রদেশ থেকে ওই বেআইনি বিস্ফোরক আনা হচ্ছিল। ঘটনায় জড়িত সন্দেহে ২জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরকগুলি ডিটোনেটর তৈরিতে রাসায়নিক হিসাবে ব্যবহার করার জন্যই আনা হচ্ছিল। বিস্ফোরকগুলি সাধারণত পাথর খাদানে বিস্ফোরণের কাজে ব্যবহার করা হয়। এদিন বেলার দিকে মহম্মদবাজারের তালবাঁধ এলাকায় আরও একটি বেআইনি বিস্ফোরক বোঝাই গাড়ির হদিশ পায় পুলিশ। বিপদতারণ মণ্ডল নামে এক ব্যক্তির গুদামে বিস্ফোরক নামানো হচ্ছিল। ঠিকমতো ব্যাখ্যা দিতে না পারায় পুলিশ ১২ চাকার লরিটি আটক করে। যার থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫০০ বস্তা অ্যামোনিয়া নাইট্রেট। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে।

[কমবে তাপমাত্রা, স্বস্তি দিতে আসছে বৃষ্টি]

ঝাড়খণ্ড সীমান্ত ঘেঁষা মহম্মদবাজারের একাধিক পাথর খাদান এলাকায় এধরনের বিস্ফোরক ব্যবহার হয়। গত সপ্তাহে ওই এলাকায় খাদান বন্ধের জন্য মাওবাদীদের নামে পোস্টার পড়েছিল। এই ঘটনার সঙ্গে মাওবাদীদের যোগ রয়েছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে।

ছবি – বাসুদেব ঘোষ

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ