সুব্রত বিশ্বাস: দুর্গাপুজোয় যেমন সব পথ এসে মেসে কলকাতার রাজপথে, তেমনই কালীপুজোয় গন্তব্য হয় বারাসত, মধ্যমগ্রাম। জাঁকজমকপূর্ণ কালীপুজো দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এই দুই এলাকায় ভিড় জমান। কিন্তু তাঁদের চিন্তা থাকে রাতে বাড়ি ফেরা নিয়ে। এবার দর্শনার্থীদের সুবিধার্থে মাঝ রাত অবধি ট্রেন চালাবে শিয়ালদহ ডিভিশন। জেনে নিন, কোন ডিভিশনের শেষ ট্রেন মিলবে কখন?
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামী ৩১ অক্টোবর ও ১ নভেম্বর অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবার কালীপুজো ও দীপাবলির সময় অতিরিক্ত ভিড় সামলাতে অতিরিক্ত ৮টি ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা নিয়ে শিয়ালদহ ডিভিশন। যাত্রী সুবিধার্থে প্রতিটি স্টেশনে থামবে ট্রেনগুলি। কোন রুটে কত রাত পর্যন্ত চলবে ট্রেন?
শিয়ালদহ-ডানকুনি-শিয়ালদহ ইএমইউ স্পেশাল (এক জোড়া): বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টায় শিয়ালদহ থেকে ছেড়ে রাত সোয়া ১২টায় ডানকুনি পৌঁছবে। ডানকুনি থেকে বৃহস্পতিবার রাত ১২টা ২৫ মিনিটে ছেড়ে রাত ১টা ৫ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।
শিয়ালদহ-বারাসত-শিয়ালদহ ইএমইউ স্পেশাল (এক জোড়া): শিয়ালদহ থেকে রাত ১২টা ১০ মিনিটে ছেড়ে রাত ১২টা ৫৫ মিনিটে বারাসত পৌঁছবে। বারাসত থেকে রাত ১টা ১০মিনিটে ছেড়ে রাত ১টা ৫৫ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।
শিয়ালদহ-রানাঘাট-শিয়ালদহ ইএমইউ স্পেশাল (এক জোড়া): শিয়ালদহ থেকে রাত ১২ টা ৪০ মিনিটে ছেড়ে রাত আড়াইটেয় রানাঘাট পৌঁছবে। রাত ১১টা ৪৫ মিনিটে রানাঘাট থেকে ছেড়ে রাত ১টা ৪০ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।
শিয়ালদহ-বারুইপুর-শিয়ালদহ ইএমইউ স্পেশাল (এক জোড়া): শিয়ালদহ থেকে রাত সাড়ে বারোটায় ছেড়ে সোয়া একটায় বারুইপুর পৌঁছবে। এবং বারুইপুর থেকে রাত ১টা ২৫ মিনিটে ছেড়ে রাত ২টো ১০ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।
সুতরাং আর চিন্তা নেই। মাঝ রাত পর্যন্ত ঠাকুর দেখায় আর বাধা নেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.