Advertisement
Advertisement

Breaking News

মৃত্যু

বিয়ের কথা পাকা করতে এসে মৃত্যু প্রেমিকের, নদিয়ার মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য

নভেম্বরেই নদিয়ার মুনমুনের সঙ্গে দেওঘরের অবিনাশের বিয়ে হওয়ার কথা ছিল৷

Facebook love affair ends in tragedy, man dies at lover's home in Nadia

ছবি: প্রতীকী

Published by: Sucheta Sengupta
  • Posted:July 13, 2019 9:31 am
  • Updated:July 13, 2019 12:09 pm

পলাশ পাত্র, তেহট্ট: ফেসবুকে আলাপ-পরিচয়, বন্ধুত্ব৷ ৩ বছরের মধ্যে প্রেমের সম্পর্ক থেকে বিয়ে পর্যন্ত স্থির৷ ক’মাস পরই দেওঘরের অবিনাশের সঙ্গে নদিয়ার নাকাশিপাড়ার বাসিন্দা মুনমুনের বিয়ে হওয়ার কথা ছিল৷ সেইমতো বিয়ের দিনক্ষণ, স্থান ঠিক করতে প্রেমিকার বাড়িতে দেওঘর থেকে ছুটে আসেন অবিনাশ সিদ্ধার্থ৷ সবই ঠিকঠাক চলছিল৷ শুক্রবার সন্ধেয় আচমকাই প্রেমিকার বাড়িতে অসুস্থ হয়ে পড়ে অবিনাশ৷ বেথুয়াডহরি হাসপাতালে ভরতি করানোর সঙ্গে সঙ্গেই চিকিৎসকরা জানিয়ে দেন, অবিনাশের মৃত্যু হয়েছে৷ এমনই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল নাকাশিপাড়া৷

[আরও পড়ুন: অচলাবস্থা কাটাতে তোড়জোড়, অনাস্থা পেশে বৈঠকের চিঠি বনগাঁর ৩ কাউন্সিলরের]

বিয়ের কথাবার্তা পাকা করতে এসে এভাবে প্রেমিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশ খবর পেয়ে দেহটি হাসপাতাল থেকে  থানায় নিয়ে আসে। আজ ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে খবর৷ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সাল থেকে দু’জনের আলাপ, পরিচয়৷ ২ বছর পর অর্থাৎ ২০১৮ সাল থেকে প্রেম৷ চলতি বছরের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে বিয়ের কথা হয়েছিল৷ তার আগে অবশ্য বাড়ির সম্মতিতে মুনমুন ও অবিনাশের রেজিস্ট্রি হয়েছিল মাস আটেক আগে৷ আনুষ্ঠানিকভাবে বিয়ের দিনক্ষণ ঠিক করার জন্য  মুনমুনের বাড়ির লোকজন দেওঘরে গিয়ে অবিনাশের পরিবারের সঙ্গে কথাবার্তা বলে আসে৷ সব কিছুই প্রায় ঠিকঠাক হয়ে গিয়েছিল৷ দিল্লিতে কর্মরত অবিনাশ নভেম্বরে বিয়ের পর স্ত্রীকে নিয়ে কৃষ্ণনগরে ফ্ল্যাটে থাকবেন বলে ঠিক হয়েছিল৷

Advertisement

সেই ফ্ল্যাট দেখতেই সুদূর দেওঘর থেকে বাসে করে কৃষ্ণনগরের বেথুয়াডহরিতে পৌঁছান অবিনাশ৷ হসপিটাল পাড়া রোডে মুনমুনদের বাড়িতে পৌঁছে অসুস্থ হয়ে পড়েন বছর তেত্রিশের এই যুবক। এনিয়ে মুনমুনের বাবা গোপাল বিশ্বাস জানিয়েছেন, ‘অবিনাশ আমাদের বাড়িতে এসে ছটফট করতে থাকে। আমি সঙ্গে সঙ্গে টোটো ডাকি। বেথুয়াডহরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়।’ হবু স্বামীর মৃত্যুসংবাদ শুনে নিজেকে আর সামলে রাখতে পারছেন না মুনমুন৷ কান্না তাঁর বাঁধ মানছে না৷ পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করা হচ্ছে। পুলিশ ও চিকিৎসকদের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে এই যুবকের মৃত্যু হয়েছে। তবে প্রেমিকার বাড়িতে এসে এমন ঘটনা ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে। খবর দেওয়া হয়েছে অবিনাশের দেওঘরের বাড়িতেও৷

Advertisement

[আরও পড়ুন: উপস্থিত বুদ্ধির জোরে অপহৃত স্বামীকে ফেরালেন স্ত্রী, ধরা পড়ল দুষ্কৃতীরাও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ