Advertisement
Advertisement

Breaking News

গুলিতে নিহত

১৫ মিনিটেই সব বদলে গেল! কান্নায় ভেঙে পড়লেন ভাটপাড়ায় নিহত কিশোরের প্রিয়জন

গুলিতে লুটিয়ে পড়ার পর পুলিশ উদ্ধারে বাধা দেয়, অভিযোগ পরিবারের৷

Family of Rambabu accuses Police for his death at Bhatpara
Published by: Sucheta Sengupta
  • Posted:June 22, 2019 5:18 pm
  • Updated:June 22, 2019 5:18 pm

মণিশংকর চৌধুরি: সময়ের সামান্য অঙ্গুলিহেলনে কত বড় বিপর্যয় যে ঘটে যায়, তা কল্পনারও অতীত৷ সেই কল্পনাই বাস্তব হয়ে ধরা দিল উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়া বাজারের সাউ পরিবারে৷ সামান্য একটা বচসা থেকে কীভাবে মৃত্যুর মতো অন্তিম পরিণতি হতে পারে, দিন চারেক আগে সেটাই প্রত্যক্ষ করেছেন তাঁরা৷ শুধুমাত্র ১৫ মিনিটের এদিক-ওদিকে সাউ পরিবারে ফেলে গিয়েছে চিরশোকের ছাপ৷

[আরও পড়ুন: বিজেপি প্রতিনিধিরা এলাকা ছাড়তেই ফের উত্তেজনা, ভাটপাড়ায় পুলিশকে ঘিরে বিক্ষোভ]

বৃহস্পতিবার সকালে পতাকা নিয়ে সামান্য ঝামেলা থেকে ঘটে গিয়েছে মৃত্যু৷ বলি হয়েছে ১৭ বছরের রামবাবু সাউ৷ শনিবার কাঁকিনাড়া বাজারের কাছে সেই কিশোরের বাড়িতে গিয়ে পরিস্থিতি প্রত্যক্ষ করে এল সংবাদ প্রতিদিন ডিজিটাল টিম৷পরিবারে মা, ভাই, প্রতিবেশী, বন্ধুবান্ধব–কেউই এখনও স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেননি৷ সম্ভবও নয়৷ রামবাবুর মৃত্যু তাদের কাছে বিনা মেঘে বজ্রপাতের মতোই৷ সেদিন ঠিক কী ঘটেছিল? সবটাই শোনালেন তার মা৷

Advertisement

বছর সতেরোর ছেলেটা ওইদিন রাস্তা দিয়ে যাচ্ছিল৷ দুই দলের সংঘর্ষর মাঝে পড়ে যায়৷ সংঘর্ষের মধ্যেই গুলি লাগে রামবাবুর গায়ে৷ রাস্তায় লুটিয়ে পড়ে সে৷ ঘটনাস্থলে তখন পুলিশও ছিল৷ কিন্তু পুলিশ কিছুতেই ছেলেটাকে উদ্ধার করতে দেয়নি বলে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন রামবাবুর মা৷ জানালেন, ‘১৫ মিনিট ছেলেটা ওই অবস্থায় পড়ে ছিল৷ ঠিক সময়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে পারলে আজ বেঁচে যেত ছেলেটা৷ কিন্তু পুলিশ কাউকে ছুঁতে দিল না৷ নিজেরাও উদ্ধার করল না৷’ বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন রামবাবুর মা৷ সেই চোখের জল অকালপ্রয়াত সন্তানের জন্য, একইসঙ্গে অশ্রুতে ক্ষোভের আগুনও চোখ এড়াল না কারও৷ পুলিশের উপর তীব্র ক্ষোভ, যা নিভছে না কিছুতেই৷

Advertisement

[আরও পড়ুন: পুলিশের গুলিতেই ভাটপাড়ায় মৃত্যু, প্রমাণ পেশ করে দাবি অর্জুন সিংয়ের]

ছেলে কি বিজেপি সমর্থক? প্রশ্ন শুনেই চমকে উঠলেন মা৷ সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানালেন প্রতিবেশী বন্ধু৷ তাঁদের বক্তব্য, ১৭ বছরের ছেলের আবার রাজনৈতিক বোধ কীসের? বিজেপি, তৃণমূল–এসবের মধ্যে কখনোই থাকেনি রামবাবু৷ ঘটনায় আচমকা রাজনীতির রং চড়ায়, তাঁদের ঘরের ছেলের গায়েও লেগে গিয়েছে বিজেপি-র তকমা৷ এটা যেন কিছুতেই মেনে নিচ্ছেন না পরিবার৷ ১৫ মিনিটের ব্যবধান তাঁদের জীবন এলোমেলো করে দিয়েছে৷ যে বিপর্যয়ের ভার কাটাতে পারবেন না কাঁকিনাড়া বাজারের সাউ পরিবার৷    

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ