Advertisement
Advertisement

নাবালিকা মেয়ের বিয়ে দিতে গিয়ে পুলিশের জালে তান্ত্রিক বাবা

পর্দা ফাঁস করলেন প্রতিবেশীরা৷

fatherarrested for marrying a minor girl
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 18, 2018 9:42 pm
  • Updated:June 18, 2018 9:42 pm  

দিব্যেন্দু মজুমদার, হুগলি: গোপনেই নাবালিকা মেয়ের বিয়ে দিচ্ছিলেন তান্ত্রিক বাবা। কিন্তু পুলিশে খবর দিয়ে দেন প্রতিবেশীরা। আর তাতেই ক্ষেপে লাল ওই ব্যক্তি৷ চড়াও হন প্রতিবেশীদের উপরে। অভিযোগ, বচসা চলাকালীন এক প্রতিবেশীর আঙুল কামড়ে এবং একজনের মাথা ফাটিয়ে, দু’জনকে জখম করেছে সে৷ ইতিমধ্যে তান্ত্রিককে আটক করেছে পুলিশ।

[সিবিআই তদন্তের আরজি, কলকাতা হাই কোর্টের দ্বারস্থ মৃত বিজেপি কর্মীর পরিবার]

Advertisement

রবিবার রাতে এমনই ঘটনার সাক্ষী থাকল চুঁচুড়ার রায়বাজার কলোনী এলাকা। ধৃত তান্ত্রিকের নাম নিতাই শীল। অভিযোগ, সকলের অগোচরেই রবিবার নিজের ১৪ বছরের মেয়ের বিয়ে দিচ্ছিল সে। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই চাইল্ড হেল্প লাইনে খবর দেন প্রতিবেশীরা৷ খবর পৌঁছায় চুঁচুড়া থানাতেও৷ আইনবিরুদ্ধ বিয়ে বন্ধ করার জন্য তৎপর হয় পুলিশ৷ অভিযান চালানো হয় রায়বাজার কলোনী এলাকায়৷ বিয়ে থামিয়ে তাঁরা উদ্ধার করেন অষ্টম শ্রেণির ওই নাবালিকাকে৷

[জন্মদিনে ভবঘুরেদের ভোজ, মানবিকতার নজির বালুরঘাটের যুবকের]

প্রতিবেশীরা জানান, সম্পূর্ণ ঘটনা প্রত্যক্ষ করার জন্য তান্ত্রিক নিতাইয়ের বাড়ির সামনে ভিড় জমিয়েছিলেন তাঁরা৷ তাঁদের দেখেই প্রথমে বচসা শুরু করে দেয় তান্ত্রিক নিতাই। এরপরেই তাঁদের উপর চড়াও হয় সে৷ প্রথমে সত্য দাস নামে এক ব্যক্তির আঙুল কামড়ে রক্ত বের করে দেয়৷ তারপরেই কমল দে নামে আরও এক ব্যক্তিকে মারতে থাকে৷ মাথা ফেটে যায় ওই ব্যক্তির৷ ঘটনায় তান্ত্রিকের বাড়িতে পালটা চড়াও হন উত্তেজিত এলাকার মানুষ৷ ঘটনায় ইতিমধ্যেই, তান্ত্রিক নিতাই শীল, হবু জামাই ও তার পরিবারের লোকদের আটক করেছে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement