Advertisement
Advertisement

আইএস যোগে ধৃত মুসাকে জেরা করবে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI

ভারতে আইএস নেটওয়ার্ক ছড়ানোর অন্যতম মাথা ছিল এই মুসা। এবার তাকে জেরা করতে শহরে এসে পৌঁছল মার্কিন গোয়েন্দা দল।

 FBI to interrogate Musa
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 8, 2016 4:42 pm
  • Updated:December 8, 2016 4:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিস জঙ্গিদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বীরভূম থেকে মুসাকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। ভারতে আইএস নেটওয়ার্ক ছড়ানোর অন্যতম মাথা ছিল এই মুসা। এবার তাকে জেরা করতে শহরে এসে পৌঁছল মার্কিন গোয়েন্দা দল এফবিআইয়ের আধিকারিকরা।

আইএস যোগে মুসাকে গ্রেফতার করার পর তাকে নিজেদের হেফাজতে নেয় এনআইএ। তারপর থেকেই মিলতে থাকে নানা চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, শুধু ভারতে আইএস চক্র ছড়ানোর কাজ নয়, ভারতের বাইরেও এ কাজের সঙ্গে যোগ ছিল তার। মুসার সঙ্গে বিভিন্ন আইএস মডিউলের প্রতিনিধিদের নিয়মিত কথোপকথন চলত। সেই তথ্য হাতে আসে গোয়েন্দাদের। দেখা যায়, অস্ট্রেলিয়ার এক আইএস মডিউলের সঙ্গেও যোগাযোগ ছিল তার। মুসার থেকে পাওয়া যাবতীয় তথ্য মার্কিন গোয়েন্দাদের কাছে পাঠানো হয়। তারপরই মুসাকে জেরা করতে চান তাঁরা। সেইমতো আজ শহরে এসে পৌঁছেছেন এফবিআইয়ের গোয়েন্দারা। ভারত-সহ প্রতিবেশী দেশগুলিতে ছড়ানো আইএস চক্র ভাঙতে এই পদক্ষেপ সহায়ক হবে বলেই মত বিশেষজ্ঞদের।

Advertisement

 

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ