Advertisement
Advertisement

বেআইনি বাজির গুদামে আগুন, মৃত কিশোর

দেওয়ালির আগে ফের বেআইনি বাজি কারখানাগুলির রমরমা নিয়ে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের৷

Fire in Cracker Factory, 1 dead
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 17, 2016 2:42 pm
  • Updated:January 28, 2020 5:47 pm

স্টাফ রিপোর্টার: দেওয়ালির আগেই ফের বেআইনি বাজি কারখানায় আগুন লেগে বিস্ফোরণ৷ বিস্ফোরণে মৃত্যু হয়েছে নবম শ্রেণির এক ছাত্রর৷ মৃতের নাম রাহুল দাস (১৩)৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানা এলাকায়৷

জানা গিয়েছে, দত্তপুকুর থানার বেরোনারায়ণপুরে একাধিক বাড়িতে রয়েছে বেআইনি বাজির কারখানা৷ প্রশাসনের চোখের আড়ালে লুকিয়ে শব্দবাজি তৈরি হয় এই সমস্ত কারখানায়৷ যেখানে

Advertisement

সামান্য রোজগারের আশায় কাজ করে স্থানীয় ছেলেরা৷ নীলগঞ্জ শিক্ষায়তনের নবম শ্রেণির ছাত্র রাহুলও কাজ করছিল এরকমই একটি কারখানায়৷

Advertisement

এদিন সকালে কারখানায় রকেট বাজি বানানো হচ্ছিল৷ সেই সময় ঘরের মধ্যে রাহুল একাই ছিল৷ হামান দিস্তা দিয়ে মশলা গুঁড়ো করার সময় আচমকাই আগুনের স্ফুলিঙ্গ ছিটকে লাগে ঘরের অন্যান্য বাজিতে৷ কয়েক কিলোমিটার দূর থেকেও পাওয়া যায় বিস্ফোরণের আওয়াজ৷ বেআইনি কারখানাটি চারদিক থেকে বন্ধ থাকায় পালাতে পারেনি রাহুল৷ পরে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন৷

ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ এলাকার মানুষ৷ বেআইনি বাজি কারখানার মালিকের নাম জুলফিকার আলি৷ বছর তিনেক আগেও এই কারখানায় আগুন লেগে তিনজন শ্রমিকের মৃত্যু হয়৷ সে সময় প্রশাসনের পক্ষ থেকে বাজি কারখানা বন্ধ করতে বলা হয়৷ কিন্তু তার পরেও বেআইনি কারখানা চালিয়ে যাওয়ায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা৷ জুলফিকারকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তাঁরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ