Advertisement
Advertisement

বিপর্যয় এড়াতে বন্ধ রেল ফুট ওভারব্রিজ, বিপাকে চার গ্রামের বাসিন্দারা

রেলের ভূমিকায় ক্ষুব্ধ বাসিন্দারা৷

Foot over-bridge closed in Suri rail station
Published by: Kumaresh Halder
  • Posted:October 6, 2018 8:23 pm
  • Updated:October 6, 2018 8:23 pm

নন্দন দত্ত, সিউড়ি: বারুইপুর স্টেশনে ওভারব্রিজ ভেঙে যাত্রীর মৃত্যুর ঘটনা থেকে শিক্ষা নিল ভারতীয় রেল কর্তৃপক্ষ৷ বিপর্যয় এড়াতে পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়া হল রাজগ্রামের রেলের ফুট ওভারব্রিজ৷ বিকল্প ব্যবস্থা না করেই এই ফুটব্রিজ বন্ধে ক্ষুব্ধ বাসিন্দারা৷ ফুট ওভারব্রিজ বন্ধের জেরে স্থানীয়রা কোন পথে রেল পারাপার করবে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে৷

[রাজ্যে ফের ছাত্রমৃত্যু, কোচবিহারে দুষ্কৃতীদের মারে প্রাণ গেল কলেজ পড়ুয়ার]

দিন কয়েক আগে বারুইপুর রেলের ফুট ওভারব্রিজ থেকে পাটাতন খসে পড়ে এক মহিলার মৃত্যু হয়েছিল। মূলত ওই ঘটনার থেকে শিক্ষা নিয়ে রেল কর্তৃপক্ষ বিভিন্ন স্টেশনের ওভারব্রিজের স্বাস্থ্য পরীক্ষা শুরু করে৷ সেই মতো বর্ধমান-সাহেবগঞ্জ লুপ লাইনের রাজগ্রাম স্টেশনের ফুট ওভারব্রিজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ৷ শনিবার থেকে তা পাকাপাকিভাবে বন্ধ হয়ে যায়৷ কিন্তু, স্থানীয়দের বিকল্প যাতায়াতের কোন ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ৷

Advertisement

[টাকা চেয়ে প্রেমিকাকে মারধর, কাঠগড়ায় কলকাতা পুলিশের কনস্টেবল]

Advertisement

স্থানীয় বাসিন্দা গোবিন্দ লালা বিশ্বাস বলেন, “২ নম্বর থেকে ৩ নম্বর প্লাটফর্মে যাওয়ার একমাত্র রাস্তা ছিল ওই ফুট ওভারব্রিজ। ব্রিজ বন্ধ করে দেওয়ায় পূর্ব বাজারের সঙ্গে পশ্চিম বাজারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কারণ ওই ফুট ওভারব্রিজই দুই পাড়ের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম৷’’ ওভারব্রিজ বন্ধ হওয়ার কারণে রাজগ্রাম মহামায়া স্কুলের ছাত্রছাত্রীদের যেতে হচ্ছে রেললাইন পেরিয়ে। অধিকাংশ সময় স্টেশনে মালগাড়ি দাঁড়িয়ে থাকে৷ সে সময় ছাত্রছাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইন পারাপার করতে হচ্ছে। পশ্চিম পাড়ের মানুষকে বাজার করতে গেলে মালগাড়ির নিচে গুঁড়ি হয়ে পারাপার করতে হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ৷ পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক আর এন মহাপাত্র বলেন, “সংস্কারের জন্য ওই ব্রিজ আপাতত বন্ধ করা হয়েছে। দ্রুত মেরামতির কাজ শুরু হবে। আশা করছি পুজোর আগেই ব্রিজ সংস্কারের কাজ সম্পূর্ণ হবে৷”

ছবি: সুশান্ত পাল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ