Advertisement
Advertisement
Kaliganj Incident

মুখ্যমন্ত্রীর নির্দেশের কয়েকঘণ্টার মধ্যেই গ্রেপ্তার কালীগঞ্জের দুষ্কৃতীরা, বোমাবাজিতে নাবালিকার মৃত্যুতে ধৃত ৪

বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Four arrested over death of girl in Kaliganj bomb incident during by-election
Published by: Suhrid Das
  • Posted:June 24, 2025 12:43 pm
  • Updated:June 24, 2025 3:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতকাল, সোমবার কালীগঞ্জে বোমা ফেটে নাবালিকার মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছিল। ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন। সমাজমাধ্যমে তিনি এই বিষয়ে পোস্টও করেছিলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। ঘটনায় আর কারা জড়িয়ে? সেই বিষয়ে তদন্ত চলছে বলেও খবর। এদিকে গতকালের ঘটনার পর থেকেই থমথমে কালীগঞ্জের বড় চাঁদঘর পঞ্চায়েতের মোলান্দা গ্রাম। শোকে কাতর মৃতার মা ও পরিবার।

Advertisement

গতকাল সোমবার নদিয়ার কালীগঞ্জ উপনির্বাচনের ফলপ্রকাশ হয়।  দুপুরের পর মোলান্দা গ্রামে বোমা বিস্ফোরণ হয়। তাতেই মারা যায় ওই নাবালিকা। ঘটনা জানাজানি হতেই তীব্র রাজনৈতিক চাপানউতোড় শুরু হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন। দোষীদের বিরুদ্ধে দ্রুত পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। সেই বার্তাও তিনি দিয়েছিলেন। ঘটনার গুরুত্ব বুঝে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছিল। প্রথমে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে ঘটনায় জড়িত সন্দেহে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। ঘটনায় এখনও অবধি মোট চারজনকে ধরা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

ধৃতদের নাম আদর শেখ, মানোয়ার শেখ, কালু শেখ ও আনোয়ার শেখ। ধৃতদের বিরুদ্ধে খুন-সহ একাধিক  মামলা রুজু করা হয়েছে বলে খবর। ধৃতদের আজ, মঙ্গলবার আদালতে তোলা হবে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। কৃষ্ণনগর পুলিশ জেলার তরফ থেকে এই তথ্য জানানো হয়েছে। ঘটনায় আরও কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে বলেও খবর। মৃত ওই নাবালিকা চতুর্থ শ্রেণিতে পড়ত। ঘটনার পর থেকে ওই গ্রাম থমথমে। এদিনও সকালে গ্রামে পুলিশ গিয়েছে। বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement