Advertisement
Advertisement

Breaking News

আইআইটিতে ভরতির নামে লক্ষাধিক টাকার প্রতারণা, অভিযুক্তকে গণধোলাই জনতার

বর্ধমানে চাঞ্চল্য।

Fraud detained in Burdwan

প্রতারক সৌরভ সাহাকে থানায় নিয়ে যাচ্ছে পুলিশ।

Published by: Shammi Ara Huda
  • Posted:November 13, 2018 1:29 pm
  • Updated:November 13, 2018 1:29 pm

সৌরভ মাজি, বর্ধমান: সরকারি প্রকল্পের অধীনে নতুন বাড়ি করে দেওয়ার লোভ দেখিয়ে টাকা নিয়েছিল। কারওর থেকে আবার চাকরি দেওয়ার নাম করে টাকা হাতিয়েছে। কেউ আবার খড়গপুরে ভরতি হওয়ার প্রলোভনে পা দিয়ে খুইয়েছেন লক্ষ লক্ষ টাকা।তবে প্রতিশ্রুতি দিয়ে টাকা নিলেও কোনও কাজই করতে পারেনি অভিযুক্ত যুবক। প্রত্যেকেই বুঝেছিলেন প্রতারিত হয়েছেন। এমনকী, বেশ কিছুদিন ধরে অভিযুক্তের সন্ধানও পাচ্ছিলেন না প্রতারিতরা। সোমবার বিকেলে বর্ধমান মহিলা থানার সামনে ওই প্রতারককে দেখা যেতেই উত্তেজনা ছড়ায়। অভিযুক্তকে ধরে ফেলে উত্তম-মধ্যম দেয় উত্তেজিত জনতা। এদিকে গন্ডগোলের খবর পেয়ে ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বর্ধমান থানার পুলিশ। এরপর অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে আসলে পরিস্থিতি শান্ত হয়। চাঞ্চল্যকর ঘটনাটি বর্ধমান শহরের উপকণ্ঠে শাঁখারিপুকুর এলাকার।

জানা গিয়েছে, অভিযুক্তের নাম সৌরভ সাহা। সে শাঁখারিপুকুরের বাসিন্দা। তার বিরুদ্ধেই উঠেছে প্রতারণার অভিযোগ। এদিন বর্ধমান মহিলা থানার সামনে প্রতারিতদের কাছে ধরা পড়ার পর টাকা আত্মসাতের কথা স্বীকারও করে নেয় সৌরভ। বর্ধমান শহরেরই বাসিন্দা রবীন্দ্রনাথ ঘোষও প্রতারিত হয়েছেন তার কাছে। রবীন্দ্রনাথবাবু জানান, সৌরভ সাহা সরকারি প্রকল্পে বাড়ি করে দেবে বলে তাঁর থেকে ৪৩ হাজার ৫০০ টাকা নিয়েছিল। কিন্তু বাড়ি করে দিতে পারেনি সে। এমনকী, টাকাও ফেরত দিচ্ছে না। পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আর একজন প্রতারিত জানান, তাঁর পরিবারের একজনকে খড়গপুর আইআইটি-তে ভরতি করে দেওয়া হবে। এই বলে তাঁর থেকে ১০ লক্ষ টাকা নিয়েছে সৌরভ। একইভাবে কয়েকজনকে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছে সে। কিন্তু কোনওটাই করে উঠতে পারেনি।

Advertisement

[ধর্ষণ করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, শ্রীঘরে অভিযুক্ত]

বলা বাহুল্য, স্থানীয় কাউন্সির থেকে শুরু করে রাজনৈতিক মহলের উঁচু পর্যায়ে তার ভাল হাত রয়েছে। এই বলেই প্রতারণার ফাঁদ পাতত সৌরভ। খড়গপুর আইআইটিতে ভরতি করতে না পারলে টাকা ফিরিয়ে দেবে। এই মুচলেকা দিয়েই বিশ্বাস স্থাপন করেছিল অভিযুক্ত। তবে হাতে টাকা আসার পর থেকেই তার পাত্তা পাওয়া যাচ্ছিল না। কিছুদিন ধরে সে প্রতারিতদের সঙ্গে কোনওভাবেই যোগাযোগ রাখছিল না। স্বভাবতই ক্ষুব্ধ প্রতারিতরা তার খোঁজ করছিলেন। এদিন সৌরভকে বর্ধমান মহিলা থানার সামনে ঘোরাঘুরি করতে দেখেই খবর ছড়িয়ে পড়ে। বেগতিক বুঝে পালানোর চেষ্টা করেছিল ওই যুবক। তবে তাতে বিশেষ লাভ হয়নি। প্রতারিতরা তাকে ধরে ফেলেন। প্রতিশ্রুতির খবর জানতে চেয়ে ক্ষিপ্ত জনতা ওই যুবককে চড়, থাপ্পড়ও মারতে শুরু করে। মারধর বাড়তে পারে, বুঝতে পেরে টাকা নিয়ে প্রতারণার কথা স্বীকার করেন নেয় ওই যুবক। মার খাওয়ার পর জানায়, যার মাধ্যমে খড়গপুরে ভরতির বন্দোবস্ত করেছিল, সে টাকা নিয়ে সরে পড়েছে।

Advertisement

তবে সৌরভের এই স্বীকারোক্তিতে প্রতারিত ব্যক্তিদের রাগ পড়েনি। তাই একের পর এক সাফাই দিতে থাকে সৌরভ। নেওয়া টাকা ফিরিয়ে দেওয়ার কথাও বলে। জানায়, প্রতি মাসে ১০ হাজার করে টাকা সে ফিরিয়ে দেবে। আর সরকারি প্রকল্পে বাড়ি করে দেওয়ার জন্য কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু কাউন্সিলরও নাকি কথা রাখেননি। তবে ঠগ সৌরভের এসব সাফাই শুনতে নারাজ প্রতারিতরা। তাঁরা অবিলম্বে যাবতীয় টাকা ফেরত চেয়েছেন। এই ঘটনায় মহিলা থানা চত্বরে উত্তেজনা ছড়ালে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সৌরভ সাহাকে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, সকাল পর্যন্ত এবিষয়ে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ হলে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে।

ছবি: মুকুলেসুর রহমান

[পাঁশকুড়ার কাছে লাইনচ্যুত ধৌলি এক্সপ্রেসের কামরা, ঘটনাস্থলে রেলকর্তারা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ