Advertisement
Advertisement

Breaking News

IPL 2025

ফলের বাজারেও আইপিএল জ্বর, তরমুজে নানা মোটিফ এঁকে তাক লাগালেন বিক্রেতা

ব্যাট, বল, থেকে বোলিং অ্যাকশন, ব্যাটিং অ্যাকশন নিখুঁত ফুটিয়ে তুলেছেন।

Fruit seller draws IPL motif on watermelon in Katwa
Published by: Sayani Sen
  • Posted:June 1, 2025 6:13 pm
  • Updated:June 1, 2025 8:22 pm  

ধীমান রায়, কাটোয়া: মেহের আলি শেখের হাতে ছোঁয়ায় তরমুজের উপর ফুটে উঠেছে আইপিএল-২০২৫। আইপিএল ম্যাচে এখন মাতোয়ারা ক্রিকেট, রেমীরা। আর পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে রাস্তার ধারে বসে তরমুজ বিক্রি করেন পঞ্চাশোর্ধ মেহের আলি শেখ। তরমুজ বিক্রির ফাঁকে সরু ছুরির ফলায় তিনি তরমুজের গায়ে ফুটিয়ে তোলেন বিভিন্ন ধরনের ছবি। এই মরশুমে মেহের আলি শেখের থিম আইপিএল ২০২৫। ব্যাট, বল, থেকে বোলিং অ্যাকশন, ব্যাটিং অ্যাকশন নিখুঁত ফুটিয়ে তুলেছেন। পথচারীরা আকৃষ্ট হচ্ছেন তাঁর হাতের গুণে।

কাটোয়া শহরের স্টেশন বাজার এলাকা জমজমাট বাজার। রাস্তার ধারে বসে অনেকেই মরশুমি ফল বিক্রি করেন। গ্রীষ্মের সময় তরমুজের চাহিদা ব্যাপক থাকে। স্টেশন বাজারে রোজ তরমুজ বিক্রি করতে বসছেন মেহের আলি শেখ। বিক্রেতাদের তরমুজ বিক্রি করার পাশাপাশি তাকে দেখা যায় সদাই ব্যস্ত। একটি সরু ফলার ছুরি দিয়ে তিনি তরমুজের গায়ে ফুটিয়ে তুলছেন বিভিন্ন ছবি। মেহের আলির এই শিল্পকর্ম ক্রেতাদের বাড়তিভাবে আকর্ষণ করে। তবে তার জন্য অতিরিক্ত মূল্য নেন না।

Waterrmellon

আগে দেখা গিয়েছে কখনও দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের মুখাবয়ব, আবার প্রাকৃতিক দৃশ্য বা কার্টুন ছবি ইত্যাদি নানাধরনের ছবি তরমুজের গায়ে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। আবার দেখা বিশ্ববরেণ্য অভিনেতা চার্লি চ্যাপলিন থেকে সঙ্গীত শিল্পী বাপি লাহিড়ীর ছবিও তরমুজের গায়ে আঁকতে দেখা গিয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ, বিদ্রোহী কবি নজরুল ইসলামের মুখাবয়ব থেকে প্রাক্তন ক্রিকেটার কপিল দেবের ছবিও ফুটিয়ে তুলেছেন। যা আকর্ষণ করছে ক্রেতাদের, পথচলতি মানুষদের।তাঁর এই তরমুজও দেদার বিক্রি হয়।

Watermellon

মেহের আলি শেখ বলেন, “এখন আইপিএল চলছে। আমি নিজেও ক্রিকেট ভক্ত। তাই খরিদ্দারদের আকর্ষণ বাড়াতে আই পি এল নিয়েই আঁকছি।” কাটোয়া শহরের কেশিয়া পাড়ার বাসিন্দা মেহের আলি। বাড়িতে রয়েছেন স্ত্রী, ছেলে ও মেয়ে। তিনি জানান, দীর্ঘ ২৭ বছর ধরে তিনি হকারি করছেন। আঁকা কারও কাছে কোনওদিন তিনি শেখেননি। কিন্তু তাঁর শিল্পকর্মের প্রশংসা করছেন স্থানীয়রা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement