BREAKING NEWS

০৮ জ্যৈষ্ঠ  ১৪২৯  সোমবার ২৩ মে ২০২২ 

READ IN APP

Advertisement

Advertisement

যুবককে পিটিয়ে গায়ে অ্যাসিড ঢালল প্রেমিকার মা-বাবা

Published by: Sangbad Pratidin Digital |    Posted: June 2, 2017 11:54 am|    Updated: June 2, 2017 11:54 am

Furious parents throw acid on daughter’s fiancé

স্টাফ রিপোর্টার, ঘাটাল: মেয়ের প্রেমিককে পছন্দ ছিল না বাবা-মায়ের৷ অপছন্দের সেই প্রেমিককে বাড়িতে ডেকে তাঁর সারা গায়ে অ্যাসিড ঢেলে শাস্তি দিল প্রেমিকার বাবা-মা৷ জঘন্য এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে ঘাটাল পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে৷ ঘটনার পর থেকেই মেয়ের বাবা রবীন্দ্রনাথ সেনাপতি পলাতক৷ মেয়ের মা শেফালি সেনাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ এদিকে অত্যন্ত সংকটজনক অবস্থায় সুরজিৎ সাঁতরা নামে ওই যুবককে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ গতকাল রাতের এই ঘটনায় ঘাটাল পুর এলাকার কোন্নগরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়৷

[বিলাসবহুল জীবনযাত্রাই কাল, তিন মাসের জন্য দল থেকে সাসপেন্ড ঋতব্রত]

ঘাটাল কলেজের প্রথম বর্ষের ছাত্র সুরজিৎ সাঁতরা৷ সুরজিতের সঙ্গে ঘাটালেরই বসন্তকুমারী হাই স্কুলের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল৷ মেয়ের বাবা রবীন্দ্রনাথ সেনাপতি ও মা শেফালি সেনাপতি বৃহস্পতিবার রাতে এই সম্পর্কের কথা জানতে পারে৷ এরপরই রবীন্দ্রনাথ ও শেফালি মেয়েকে খুব মারধর করে৷ বাবা-মার কাছে মার খেয়ে ছাত্রীটি তার প্রেমিক সুরজিৎকে বাড়িতে ডেকে পাঠায়৷ সুরজিৎদের বাড়ি ঘাটালের কোন্নগরেই৷ প্রেমিকার ডাকে সুরজিৎ রাতেই তার বাড়িতে চলে আসে৷ অভিযোগ,  এরপরেই ছাত্রীর বাবা-মা সুরজিৎকে হাতের কাছে পেয়ে তাদের মেয়ের সঙ্গে প্রেম করার ‘অপরাধ’-এ বাড়ির সামনের একটি গাছে বেঁধে ব্যাপক মারধর করে৷ মারের চোটে সুরজিতের সারা গায়ে কালশিটে দাগ পড়ে গিয়েছে৷ এখানেই শেষ নয়৷ এরপর সুরজিতের সারা গায়ে রবীন্দ্রনাথ ও শেফালি অ্যাসিড ঢেলে দেয় বলে অভিযোগ৷ অ্যাসিড হামলার জেরে সুরজিতের সারা শরীর ঝলসে গিয়েছে৷

[কলেজ স্কোয়ারে আর হবে না মিটিং-মিছিল, জানিয়ে দিলেন মমতা]

এদিকে রাত বেড়ে যাওয়ায় ছেলে বাড়ি না ফেরায় সুরজিতের বাবা-মা উদ্বিগ্ন হয়ে পড়েন৷ সুরজিতের বাবা অজয় সাঁতরা ও মা জয়ন্তী সাঁতরা খবর পেয়ে রাত তিনটে নাগাদ মেয়ের বাড়িতে গিয়ে ছেলেকে ঝলসানো অবস্থায় উদ্ধার করেন৷ অ্যাসিড আক্রান্ত সুরজিৎকে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাঁর অবস্থা আশঙ্কাজনক৷ পরে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ প্রেমিকের বাবা-মা মেয়ের পরিবারের বিরু‌দ্ধে ঘাটাল থানায় অভিযোগ দায়ের করেছেন৷ পাশাপাশি প্রেমিকা ও তার মামাকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ৷ ঘাটাল থানার ওসি সুজয় লায়েক জানান,  ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

সম্পর্কের টানাপোড়েনের জেরে অ্যাসিড হামলার মতো জঘন্য অপরাধ ঘাটালে এর আগেও হয়েছে৷ চলতি বছরের পয়লা জানুয়ারি ঘাটালেই এক মহিলা প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযু্ক্ত যুবক তাঁর মুখে অ্যাসিড ঢেলে দিয়েছিল৷ ঘটনায় ওই মহিলার মৃত্যু হয়েছিল৷

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে