Advertisement
Advertisement
Belgharia

বেলঘরিয়ায় রাসায়নিক কারখানায় দুর্ঘটনা, বিষাক্ত গ্যাসে মৃত্যু ২ শ্রমিকের

গুরুতর অসুস্থ অবস্থায় গোবিন্দ নন্দী নামে আরেক শ্রমিককে কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Gas leak kills two at Belgharia chemical factory

শালপাতা বাগান এলাকায় কারখানা। চলছে উদ্ধার কাজ। নিজস্ব ছবি

Published by: Monishankar Choudhury
  • Posted:June 20, 2025 11:07 pm
  • Updated:June 20, 2025 11:07 pm  

অর্ণব দাস, বারাকপুর: রাসায়নিক কারখানায় দুর্ঘটনা। বিষাক্ত গ্যাসে মৃত্যু হল দুই শ্রমিকের। আশঙ্কাজনক অবস্থা আরও একজনের। শুক্রবার রাতে বেলঘরিয়া থানার শালপাতা বাগান এলাকার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম রবিন আইচ (৬০) ও সুরজিৎ মাইতি (৫৫)। গুরুতর অসুস্থ অবস্থায় গোবিন্দ নন্দী নামে আরেক শ্রমিককে কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্যান্য দিনের মতো এদিনও কেমিক্যাল কারখানায় কাজ করছিলেন উক্ত তিন শ্রমিক। তখনই কয়েক বছরের পুরনো একটি ড্রামে থাকা কেমিক্যাল নিষ্কাশন করে পরিষ্কার করার নির্দেশ দেয় কারখানা কর্তৃপক্ষ। সেই কাজ করতে গিয়েই ঘটে দুর্ঘটনা।

বারাকপুর কমিশনারেটের ডিসি (সাউথ) অনুপম সিং বলেন, “প্রাথমিকভাবে ভাবে অনুমান করা হচ্ছে, ড্রামে থাকা পুরনো কেমিক্যাল ফেলতে গিয়েই দুর্ঘটনা ঘটেছে। বিষাক্ত গ্যাস শ্বাসনালীতে ঢুকে দু’জন শ্রমিকের মৃত্যু হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।” এই খবর জানাজানি হতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। আতঙ্কিত হয়ে পড়েন কারখানা সংলগ্ন এলাকার বাসিন্দারা। যদিও পর্যাপ্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। কর্ডন করা হয় কারখানা চত্ত্বর। নিরাপত্তার স্বার্থে মোতায়েন করা হয় পুলিশ-সহ দমকলের একটি ইঞ্জিন। এই প্রসঙ্গে কামারহাটির পুরসভার চেয়ারম্যান গোপাল সাহার বক্তব্য, “দুর্ঘটনার তদন্ত করছে পুলিশ। তবে, কারখানাটির প্রয়োজনীয় লাইসেন্স, অনুমতি ছিল কি না তা পুরসভার তরফে খতিয়ে দেখা হবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement