Advertisement
Advertisement

Breaking News

রাজনীতির রং না দেখে শান্তি বজায় রাখার সওয়াল রাজ্যপালের

রাজ্যে শান্তি বজায় রাখার পক্ষে সওয়াল করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী৷

Governor urges Mamata Govt to maintain peace
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 5, 2017 5:58 pm
  • Updated:January 5, 2017 6:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক সংঘর্ষে গোটা রাজ্যে অশান্তির পরিবেশ অব্যাহত৷ চিটফাণ্ড কাণ্ডে শাসকদলের একের পর এক সাংসদ গ্রেপ্তার হওয়ার পর থেকেই পরিস্থিতি ক্রমশ জটিল হয়েছে৷ এই প্রেক্ষিতেই রাজ্যে শান্তি বজায় রাখার পক্ষে সওয়াল করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী৷

রোজভ্যালি কাণ্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির পরই রাজ্যে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটতে থাকে৷ ভাঙচুর হয় বিজেপির অফিস৷ অভিযোগের তির তৃণমূল কর্মী-সমর্থকদের দিকেই৷ দলীয় কার্যালয় ভাঙার প্রতিবাদে পাল্টা চড়াও হন বিজেপি সমর্থকরাও৷ পুলিশ ও ব়্যাফও পরিস্থিতি আয়ত্তে আনতে পারেনি বলে অভিযোগ৷ শেষমেশ কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়৷ তা নিয়েও রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে ওঠে৷ কেন রাজ্য প্রশাসনকে অন্ধকারে রেখে কেন্দ্রীয় বাহিনীকে তলব করা হল, তা নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল৷ একদিকে দলের সাংসদের গ্রেপ্তারির প্রতিবাদে গোটা রাজ্য জুড়েই বিক্ষোভ কর্মসূচি নিয়েছে শাসক দল৷ অন্যদিকে দলের উপর আক্রমণের প্রতিবাদে পাল্টা কর্মসূচি নিয়েছে বিজেপিও৷ এর ফলেই উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি৷ সেই প্রেক্ষিতেই রাজ্যপাল বলেন, রাজনৈতিক বাধ্যবাধকতা পেরিয়ে রাজ্যে সকলের শান্তি শৃঙ্খলা বজায় উচিত৷ পরোক্ষে শাসকদলকে রাজধর্ম পালনেরই নির্দেশ দেন তিনি৷

Advertisement

এদিকে রাজ্যপালের মন্তব্যে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ জানান, যেভাবে বিজেপি রাজ্যকে অন্ধকারে রেখে কেন্দ্রীয় বাহিনীকে ডেকেছে তাতেই গণতান্ত্রিক কাঠামো বিপন্ন হয়েছে৷ রাজ্যপাল যদি এরপরও রাজনৈতিক মন্তব্য করেন তবে তা দুঃখজনক বলেই মত তাঁর৷ এদিকে রাজ্যপালের মন্তব্যের সমালোচনা করেছেন সিপিএম নেতা মহঃ সেলিমও৷ তাঁর মতে, এতদিন সিপিএম কর্মীদের উপরও আক্রমণ নেমে এসেছে৷ তখন রাজ্যপালকে কোনও কথা বলতে শোনা যায়নি বলেও অভিযোগ তাঁর৷ রাজ্যপাল বিজেপির পক্ষে কথা বলছেন বলেও পরোক্ষে অভিযোগ তোলেন দুজনে৷

Advertisement

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ