Advertisement
Advertisement

Breaking News

জিএসটির প্রতিবাদে রাজ্য জুড়ে ধর্মঘট পালন মিষ্টান্ন ব্যবসায়ীদের

বিপাকে মিষ্টি প্রিয় বাঙালি।

GST turns sweets sour in Bengal, traders hold protest
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 21, 2017 6:18 am
  • Updated:August 21, 2017 6:52 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোষণা হয়েছিল আগেই।  জিএসটি-র প্রতিবাদে সোমবার রাজ্য জুড়ে ধর্মঘটে শামিল হলেন রাজ্যের মিষ্টান্ন ব্যবসায়ীরা। কলকাতা হোক কিংবা জেলা, সর্বত্রই বন্ধ মিষ্টির দোকান। চরমে বিপাকে মিষ্টি প্রিয় বাঙালি।

[জিএসটির জের, চলতি মাসেই ধর্মঘটের ডাক মিষ্টান্ন ব্যবসায়ীদের]

Advertisement

এ রাজ্যে বনধ বা ধর্মঘট নতুন কিছু নয়। সাধারণ ধর্মঘট বা বনধের কথা ছেড়েই দিন, বিভিন্ন ইস্যুতে পরিবহণ বা অন্য কোনও শিল্পের ক্ষেত্রে বনধ বা ধর্মঘট পালন করে থাকেন সংশ্লিষ্ট শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। কিন্তু, বাংলায় দিনভর বন্ধ মিষ্টির দোকান! এমন ঘটনার কথা মনে করা যাচ্ছে না। জিএসটি-র দৌলতে এবার সেই ঘটনারও সাক্ষী থাকল বাংলা। কেন্দ্রের নয়া কর ব্যবস্থার প্রতিবাদে সোমবার একদিনের ধর্মঘট পালন করছেন রাজ্যের মিষ্টান্ন ব্যবসায়ীরা। ছোট-বড় মিলিয়ে শুধুমাত্র কলকাতা শহরে ৭ হাজার মিষ্টির দোকান রয়েছে। আর সারা রাজ্যে মিষ্টির দোকানের সংখ্যা লক্ষাধিক। ধর্মঘটের জেরে এদিন সকাল থেকেই শহরে সিংহভাগ মিষ্টির দোকান বন্ধ। জেলায়ও একই ছবি। নিত্য পুজোর জন্য হোক কিংবা অতিথি অ্যাপায়ন, মিষ্টি বাঙালির বড় প্রিয়। তাই সকালে দোকান খোলার পরই, মিষ্টি কিনতে সেখানে ভিড় করেন অনেকেই। কিন্তু, সোমবার খালি হাতেই ফিরতে হয়েছে তাঁদের। মিষ্টি না পেয়ে বিপাকে পড়েছে আম বাঙালি। প্রসঙ্গত, এর আগে ব্যবসা বন্ধ রেখে জিএসটি চালুর প্রতিবাদ করেছিলেন রাজ্যের বস্ত্র ব্যবসায়ীরাও।

Advertisement

[নির্দেশ মুখ্যমন্ত্রীর, তৈরি হচ্ছে তৃতীয় হুগলি সেতু]

কিন্তু, জিএসটি চালুর প্রতিবাদে কেন ধর্মঘটের ডাক দিলেন রাজ্যের মিষ্টান্ন ব্যবসায়ীরা?  দুগ্ধজাত পণ্যের উপর পণ্য পরিষেবা কর চাপানো হয়নি ঠিকই। দুগ্ধজাত পণ্য থেকে তৈরি মিষ্টিকে জিএসটি-র আওতায় রাখা হয়েছে।  বাংলায় বেশির মিষ্টিই ছানার তৈরি। তাই ঘোরতর সমস্যায় পড়েছেন রাজ্যের মিষ্টান্ন ব্যবসায়ীরা। অনেকেই জানাচ্ছে, এখনও পুরানো দামেই ক্রেতাদের মিষ্টি বিক্রি করা হচ্ছে। কিন্তু, জিএসটির জন্য অতিরিক্ত করের বোঝা বহন করা ক্রমশই তাঁদের পক্ষে অসম্ভব হয়ে পড়ছে। এই প্রেক্ষাপটে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য একদিনের প্রতীকী ধর্মঘট পালন করার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের মিষ্টান্ন ব্যবসায়ীরা।

[দার্জিলিংয়ের পর এবার বিস্ফোরণ কালিম্পংয়ে, নিহত পুলিশকর্মী]

প্রসঙ্গত, বছর কুড়ি আগে মিষ্টির উপর থেকে সেল ট্যাক্স তুলে দিয়েছিলেন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসু। পরবর্তীকালে মিষ্টিতে ভ্যাট চালু করার চেষ্টা হয়েছিল। কিন্তু, ব্যবসায়ীদের সম্মিলিত প্রতিবাদের  মুখে পড়ে ভ্যাটও তুলে নিতে বাধ্য হয় সরকার। কিন্তু, এবার জিএসটির ক্ষেত্রে কী হয়, সেটাই দেখার।

[জাতীয় সড়কে মারাত্মক দুর্ঘটনার কবলে অধীর চৌধুরি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ