Advertisement
Advertisement

পুলিশ-মাওবাদীদের গুলির লড়াই, জখম জওয়ান

অপারেশন চলছে ঘাটশিলার বাসাডেরার জঙ্গলে।

Gunfight between Maoists and security forces rages in Singhbhum
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 26, 2017 10:50 am
  • Updated:February 26, 2017 10:50 am

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: বেলপাহাড়ি-ঘাটশিলা সীমানায় পুলিশ ও মাওবাদীদের গুলির লড়াইয়ে জখম হলেন এক জওয়ান। আহত জওয়ানকে কপ্টারে করে রাঁচি নিয়ে যাওয়া হয়েছে। শনিবার থেকে যৌথভাবে বাংলা ও ঝাড়খণ্ড পুলিশ তিনদিনের অপারেশন শুরু করেছে। পূর্ব সিংভূমের ঘাটশিলার বাসাডেরা জঙ্গলে এই অপারেশন চলছে।

মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত খুলে দিয়েছে ইসরো: মোদি

Advertisement

সিপিআই (মাওবাদী) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক অসীম মণ্ডল ওরফে আকাশ ও রাজ্য কমিটির সদস্য অতুল মাহাতোর স্কোয়াড বাসাডেরায় রয়েছে বলে খবর পায় পুলিশ। এরপরই জঙ্গলে অভিযান চালায় তারা। শুক্রবার রাতেই সেখানে ঘাঁটি গাড়ে তারা। শনিবার ভোরের আলো ফুটতেই শুরু হয় গুলির লড়াই। সকাল ১১টা থেকে দু’পক্ষের মধ্যে মুখোমুখি লড়াই শুরু হয়।

Advertisement

MAO_WEB

জখম জওয়ান ওমপ্রকাশ পশ্চিম মেদিনীপুরের কাঁকড়াঝোড়ের সিআরপিএফ ক্যাম্পের কোবরা বাহিনীর সদস্য। এলাহাবাদের বাসিন্দা তিনি। পূর্ব সিংভূমের এসপি (গ্রামীণ) শৈলেন্দ্র বর্ণওয়াল বলেন, আকাশ ও অতুলের স্কোয়াডের সঙ্গে বাহিনীর মুখোমুখি সংঘর্ষে এক জওয়ান জখম হয়েছেন। পাশাপাশি তিনি বলেন, বাসাডেরায় অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে। তারা ইতিমধ্যেই জঙ্গল ঘিরে ফেলেছে। অপারেশন চলছে।

সহপাঠীদের হাতে গণধর্ষণের শিকার দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, ধৃত ৪

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ