Advertisement
Advertisement

Breaking News

হলদিয়ায় জ্বলন্ত জাহাজ পরিদর্শনে কমান্ডোরা

শনিবারও পুরোপুরি আগুনের লেলিহান শিখাকে নিয়ন্ত্রণ করা যায়নি।

Haldia: Commando's to visit burnt ship
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 16, 2018 6:33 pm
  • Updated:June 16, 2018 6:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অগ্নিদগ্ধ পণ্যবাহী জাহাজে কমান্ডো অপারেশন। চারজন ক্রু মেম্বারের একটি দল ওই জাহাজটি পরিদর্শন করে। অগ্নিকাণ্ডে জাহাজের সত্তর শতাংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের জেরে অগ্নিকাণ্ড বলে প্রাথমিক তদন্তে দাবি নৌবাহিনীর।

[রাতবিরেতে ছাদে চড়ে তাণ্ডব মানসিক ভারসাম্যহীন যুবকের, নাজেহাল বাসিন্দারা]

কৃষ্ণপত্তনম থেকে কলকাতা আসার পথে বুধবার মধ্যরাতে এমভি এসএসএল নামে ওই পণ্যবাহী জাহাজটিতে আগুন লেগে যায়। জাহাজে থাকা কন্টেনারে বিস্ফোরণের জেরে এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক তদন্তে অনুমান। সেই সময় জাহাজে ছিলেন মোট ২২ জন। অগ্নিকাণ্ডের দীর্ঘক্ষণ পর উপকূলরক্ষী বাহিনীর দুটি ভেসেলে উদ্ধার করা হয় তাঁদের। রাজকিরণে করে হলদিয়ায় পাঠিয়ে দেওয়া হয় ওই ২২ জনকে।

Advertisement

[ফেসবুকে প্রেম, প্রতারিত হয়ে আত্মঘাতী এসএসকেএম হাসপাতালের কর্মী]

শনিবারও পুরোপুরি আগুনের লেলিহান শিখাকে নিয়ন্ত্রণ করা যায়নি। জাহাজের প্রায় সত্তর শতাংশই জ্বলে গিয়েছে। আপাতত সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প থেকে প্রায় আট কিলোমিটার দূরে রয়েছে জাহাজটি। সিঙ্গাপুর থেকে আসা একটি দল ওই জাহাজটি পর্যবেক্ষণ করবে। আপাতত অগ্নিদগ্ধ জাহাজটিকে ঘিরে রয়েছে চারটি ভেসেল। এখনও পর্যন্ত জাহাজ থেকে দূষণের কোনও ইঙ্গিত মেলেনি। ভাইজ্যাগ থেকে আসা শৌনক ও সুজয় নামে দুটি ভেসেল অগ্নিদগ্ধ জাহাজটির ওপর নজর রেখেছে। যে জায়গাটিতে আপাতত জাহাজটি দাঁড়িয়ে রয়েছে, সেদিকেও খেয়াল রেখেছে ওই দুটি ভেসেল।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ