BREAKING NEWS

৫ আশ্বিন  ১৪৩০  শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

‘যে রাবণ দাঙ্গা লাগাচ্ছে, সেই রাবণকে বধ করতে হবে!’

Published by: Sangbad Pratidin Digital |    Posted: April 4, 2017 11:50 am|    Updated: June 17, 2019 6:51 pm

Have to annihilate Ravana of Communal Issue, says Mamata in Jhargram

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ফের রাজ্যবাসীকে গুজবে কান না দেওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাজ্যের ২২তম জেলা ঝাড়গ্রামের আনুষ্ঠানিক যাত্রাশুরু মঞ্চে ফের রাজ্যের সাম্প্রদায়িক অস্থিরতা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। আগামিকাল, বুধবার রামনবমী উপলক্ষ্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের গেরুয়া আস্ফালনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন মমতা। এদিন ঝাড়গ্রামকে নতুন জেলা হিসাবে ঘোষণা করার পরই তিনি বলেন, ‘যে রাবণ দাঙ্গা লাগাচ্ছে, মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করছে সেই রাবণকে বধ করতে হবে। রাবণ বধের আগে মা দুর্গার আরাধনা করেছিলেন রাম।’ তাঁর এই মন্তব্য নাম না করে বিজেপি এবং সংঘ পরিবারের উদ্দেশেই করা বলে মনে করছে রাজনৈতিক মহল। মানুষকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার কথাও বলেছেন মমতা। এদিন তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি সব মানুষ সমান। ধর্মের নামে মানুষের মধ্যে বিভেদে আমরা বিশ্বাস করি না।’ এই মন্তব্যের মধ্যে দিয়ে রাজ্যে গেরুয়া শিবিরের বাড়বাড়ন্ত নিয়ে তাঁর সহ্যের সীমা পার হচ্ছে তাই ফের প্রকট হল বলে মত বিশেষজ্ঞদের।

[ফের রোগীমৃত্যুর জের, দেহ রেখে নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর]

এদিন রাজ্যের ২২তম জেলা হিসাবে আত্মপ্রকাশ করে ঝাড়গ্রাম। নয়া জেলায় একটি মহকুমা, আটটি ব্লক, একটি পুরসভা থাকছে। মোট ৯টি থানা এবং তিনটি পুলিশ ফাঁড়ি পাচ্ছে এই জেলা। নয়া জেলার পুলিশ সুপার হচ্ছেন অভিষেক গুপ্তা। জেলাশাসক হচ্ছেন আর অর্জুন। একইসঙ্গে ঝাড়গ্রামে একটি নতুন বিশ্ববিদ্যালয় তৈরি করার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ৯টি কলেজ এবং ৬টি সুপারস্পেশ্যালিটি হাসপাতাল গড়ার কথাও বলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, এদিন থেকে প্রতি বছর ৪ এপ্রিল ঝাড়গ্রাম দিবস পালন করা হবে। জঙ্গলমহলের মানুষ ছৌ নাচ এবং তিরন্দাজির জন্য বিখ্যাত বলে মনে করেন মুখ্যমন্ত্রী। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ঝাড়গ্রামে একটি তিরন্দাজি অ্যাকাডেমি গড়ে দেবেন। এদিন তিনি কেন্দ্রকে রাজ্যের কৃষকদের ঋণ মকুব করার আবেদন জানান।

[রোহিঙ্গা মুসলিমদের চিহ্নিত করে বিতাড়িত করা হবে, জানাল কেন্দ্র]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে