নিরুফা খাতুন: বাংলাজুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি চলবে আরও কয়েকদিন। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি চলবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও গরম বাড়বে। তবে বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যের একাধিক জেলা।
বুধবার পর্যন্ত চরম অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে কলকাতায়। সোমবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও তাতে অস্বস্তি কমবে না। তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে কলকাতাতেও। বেলা যত বাড়বে গরম ও অস্বস্তি ততই বাড়বে।
[আরও পড়ুন: ‘আল্লাহকে দেখিনি, ফরিস্তার জন্য বাড়ি ফিরতে পেরেছি’, হাসপাতালে বলছেন ওয়াজনবি]
রবিবার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে তাপপ্রবাহ সতর্কবার্তা রয়েছে। তাপপ্রবাহের পরিস্থিতি ও চরম অস্বস্তি থাকবে দক্ষিণবঙ্গের বাকি জেলায়। সোম থেকে বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলিতে। একই সময় উত্তরবঙ্গের দার্জিলিংয়ের সমতল অংশ, জলপাইগুড়ি, মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। রবিবার মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
তবে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রবিবার খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনাতেও। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও। মঙ্গল ও বুধবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতেও। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি-সহ ৫ জেলায় বৃষ্টির সম্ভবনা রয়েছে।