Advertisement
Advertisement
Corona Virus

স্থায়ী হল না স্বস্তি, ফের ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড গ্রাফ

বাড়ল মৃত্যুও।

Here is all update about Bengal's COVID-19 | Sangbad Pratidin

ফাইল ফটো

Published by: Paramita Paul
  • Posted:February 2, 2021 8:21 pm
  • Updated:February 2, 2021 8:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্থায়ী হল না স্বস্তি। ফেব্রুয়ারির দ্বিতীয় দিনে ফের ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড (COVID-19) গ্রাফ। বেড়েছে মৃত্যুও। এর মধ্যেও স্বস্তি দিচ্ছে রাজ্যের সুস্থতার হার।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের  মঙ্গলবার সন্ধের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায়  বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ২০৩ জন। সোমবার সংখ্যাটা ছিল ১৭৯। এদিন বেশকিছুটা বেড়েছে কোভিড-১৯ সংক্রমিতের সংখ্যা। এদিন ফের সর্বাধিক করোনা (Corona Virus) আক্রান্তের হদিশ মিলেছে কলকাতায় (৫৬)। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (৫৪)। অন্যান্য জেলার পরিস্থিতি তুলনামূলক অনেকটাই ভাল।

Advertisement

[আরও পড়ুন : একুশের নির্বাচনে হবে ‘গুলির খেলা’! অনুব্রতকে পালটা হুঁশিয়ারি দিয়ে বিতর্কে বিজেপি নেতা]

এদিন রাজ্যর মোট করোনা (Corona Virus) আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৭০ হাজার ৩৮০ ছাড়াল। তবে তাঁদের মধ্যে অধিকাংশ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। রাজ্যে মোট কোভিডজয়ীর সংখ্যা ৫ লক্ষ ৫৪ হাজার ৮৮৭ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩০৯ জন। 

Advertisement

তবে এদিন ফের ঊর্ধ্বমুখী রাজ্যে করোনায় মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৯ । এর মধ্যে উত্তর ২৪ পরগনার বাসিন্দা চারজন। উল্লেখযোগ্যভাবে কলকাতায় করোনায় মৃতের সংখ্যা অনেকটাই কমেছে। মঙ্গলবার কলকাতা থেকে ১ জনের মৃত্যুর খবর মিলেছে। বাকিরা হুগলি, জলপাইগুড়ি, কালিম্পং ও মালদার বাসিন্দা। ফলে এদিন বাংলায় কোভিডে মৃতের সংখ্যা বেড়ে হল ১০ হাজার ১৮৮ জন। 

[আরও পড়ুন : পুরুষ নয়, রায়গঞ্জে বিয়ে দিয়ে নজির গড়লেন মহিলা পুরোহিত]

এদিকে রাজ্যে জোরকদমে চলছে টিকাকরণ প্রক্রিয়া। এতদিন কোভিশিল্ড ভ্যাকসিনই দেওয়া হচ্ছিল। তবে আগামী কাল থেকে রাজ্যে কোভ্যাক্সিন টিকা দেওয়া শুরু হতে পরে। সরকারি সূত্রে খবর, যিনি টিকা নেবেন তাঁর অনুমতি নিয়ে তবেই কোভ্যাক্সিন দেওয়া হবে। এবং তাঁকে একটি কনসেন্ট পেপারে স্বাক্ষর করতে হবে। ভ্যাকসিন এসে গেলেও কোভিডবিধি মানছে রাজ্য সরকার। আর তাই জোরকদমে চলছে কোভিড পরীক্ষাও। গত ২৪ ঘণ্টা. রাজ্যে ২২ হাজার ৩০৭ জনের কোভিড পরীক্ষা করা হয়েছে।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ