Advertisement
Advertisement

 টাকা এল কোথা থেকে, স্যামুয়েলকে প্রশ্ন হাই কোর্টের

স্টিং অপারেশনের টাকা কোথা থেকে এল, তা জানতে চেয়ে নারদকর্তাকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল আদালত৷

High Coutr ordered Mathew Samuel to Submit affidavit on Sting Operation
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 16, 2016 2:15 pm
  • Updated:September 16, 2016 2:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারদ-কাণ্ড নিয়ে ফের অস্বস্তিতে নারদ নিউজের সিইও ম্যাথু স্যামুয়েল৷ স্টিং অপারেশনের টাকা কোথা থেকে এল, তা জানতে চেয়ে নারদকর্তাকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল আদালত৷

শুক্রবার গিরিশ গুপ্ত ও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নারদ-কাণ্ড নিয়ে একাধিক প্রশ্ন তোলে৷ আদালতের মতে, অবৈধভাবে টাকা নেওয়ার বিষয়টি ভিডিও দেখে স্পষ্ট নয়৷ তাছাড়া এতবড় স্টিং অপারেশনের টাকাই বা এল কোথা থেকে! কীভাবে পরিকল্পনা করা হয়েছিল পুরো অপারেশনের? অপারেশনের প্রেক্ষাপটই বা কী? এ সব প্রশ্নের উত্তর দিয়ে ৪ নভেম্বরের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল আদালত৷

Advertisement

বিধানসভা ভোটের প্রাক্কালে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলেছিল নারদ-কাণ্ড৷ শাসকদলের একাধিক নেতাকে টাকা নিতে দেখা গিয়েছিল প্রকাশিত ভিডিও-তে৷ শহরে এসে নারদকর্তা  ম্যাথু স্যামুয়েল স্পষ্ট করে জানিয়েছিলেন, অনুদান নয়, ঘুষ হিসেবেই দেওয়া হয়েছিল টাকা৷ এ ব্যাপারে সবরকম তদন্তের মুখোমুখি হতেও প্রস্তুত বলে তিনি জানিয়েছিলেন৷ এরপরই মেয়র-পত্নীর দায়ের করার অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করে আদালত৷ যদিও গোয়েন্দা প্রধানের নেতৃত্বে কলকাতা পুলিশও ঘটনার আলাদা তদন্ত শুরু করেছিল৷ কলকাতা হাই কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সে তদন্তের উপর স্থগিতাদেশ জারি করেন, সে স্থগিতাদেশ বর্তমান নির্দেশেও বহাল থাকল৷ তবে নারদ-কাণ্ড নিয়ে আদালতের তোলা প্রশ্নে নারদকর্তা নতুন করে অস্বস্তিতে পড়লেন বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ