Advertisement
Advertisement

Breaking News

সম্প্রীতির সরস্বতী পুজো

৫১ ফুটের প্রতিমা আরাধনায় মিসকিন-প্রীতমরা, সম্প্রীতির সরস্বতী পুজো ভাতারে

সম্প্রীতি ক্লাবের পুজোয় এবার চমকের শেষ নেই।

Hindu-Muslims organises Saraswati Puja in Bhatar
Published by: Subhamay Mandal
  • Posted:January 22, 2020 7:25 pm
  • Updated:January 22, 2020 7:25 pm

ধীমান রায়, কাটোয়া: পূর্ব বর্ধমান জেলার ভাতারে সম্প্রীতি ক্লাবের সম্প্রীতির সরস্বতী পুজো। মুর্তিতে রীতিমতো চমক। ৫১ ফুটের সরস্বতী প্রতিমা হতে চলেছে। তারই পুরোদস্তুর প্রস্তুতি চলছে। মিসকিন মণ্ডল, শেখ ওয়াসিফদের সঙ্গে হাতে হাত মিলিয়ে দিনরাত এক করে পুজোর প্রস্তুতি নিচ্ছেন প্রিয়তোষ সর্দার, প্রীতম বন্দ্যোপাধ্যায়রা। ক্লাব সদস্যদের দাবি তাদের সরস্বতী মুর্তিই এবছর জেলার সবচেয়ে বড় মুর্তি। ভাতারের ঝুজকোডাঙ্গা গ্রামের সম্প্রীতি ক্লাবের সরস্বতী পুজো ঘিরে ভাতারবাসীর আগ্রহ তুঙ্গে।

ভাতারের ঝুজকোডাঙ্গা গ্রামে সম্প্রীতি ক্লাবের পক্ষ থেকে প্রতিবছর সরস্বতী পুজো করা হয়। এবছরেও প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে পুজোর মণ্ডপ তৈরি হচ্ছে। আর এবারের পুজো রীতিমতো চমক। ৫১ ফুটের প্রতিমা পুজো হবে ঝুজকোডাঙ্গা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝুজকোডাঙ্গা গ্রামে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের বসবাস রয়েছে। বরাবরই উভয় সম্প্রদায়ের মধ্যে সুসম্পর্ক রয়েছে। জানা যায়, সম্প্রীতি ক্লাবের সম্পাদক মিসকিন মণ্ডলই এবারের ৫১ ফুটের প্রতিমা পুজোর পরিকল্পনা নেন। ক্লাবের সদস্য প্রীতম বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মিসকিনই ক্লাবের সবার কাছে প্রথম প্রস্তাব দেয় এবার পুজো হবে আলাদা রকম। মিসকিন তাঁর দাদুর স্মৃতিতে প্রতিমার পুরো খরচ বহন করছে। তার পাশাপাশি আমরা চাঁদাও তুলছি।’

Advertisement

মিসকিন বলেন, ‘আমাদের পুজো উপলক্ষ্যে মেলা বসবে। টানা সাতদিন ধরে মেলা চলবে। চারদিন ধরে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। থাকছে সাংস্কৃতিক প্রতিযোগিতা। পাশাপাশি দুঃস্থ মানুষদের জন্য শীতবস্ত্র প্রদান করা হবে। সবমিলিয়ে প্রায় ৫ লক্ষ টাকা বাজেট ধরা হয়েছে।”
ক্লাব সূত্রে জানা গিয়েছে, মাঠের পাশে মেঝেরি পুকুর থেকে ঘট এনে পুজো হবে বাগদেবীর। তারপর ওই পুকুরেই ঘট বিসর্জন করা হবে। কিন্তু ৫১ ফুটের প্রতিমা পুকুরে গিয়ে বিসর্জন হবে কীভাবে? মিসকিন বলেন, ‘আমরা ব্রাহ্মণ পণ্ডিতদের কাছে বিধান নিয়েছি। তাদের অনুমতি নিয়েই পাম্প মেশিন চালিয়ে দেবীর মাটির প্রতিমা কাঠামো থেকে ধুয়ে ফেলা হবে। আর সেই মাটিজল সরাসরি নালা দিয়ে পুকুরে ফেলা হবে।’

Advertisement

ছবি: জয়ন্ত দাস

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ