Advertisement
Advertisement

অজানা জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু জেলা পরিষদে জয়ী প্রার্থীর, চাঞ্চল্য তারকেশ্বরে

পরিবারের দাবিতে মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা।

Hooghly ZP member dies in unknown fever
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 3, 2018 5:54 pm
  • Updated:June 3, 2018 5:54 pm

দিব্যেন্দু মজুমদার, হুগলি: অজানা জ্বরে আক্রান্ত হয়ে রবিবার ভোরে মারা গেলেন তারকেশ্বরের জেলা পরিষদের ৩৩ নম্বর আসনের বিজয়ী তৃণমূল প্রার্থী মালা সাহা (৩৯)। গত ১০ দিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন মালা দেবী। ১ জুন তাকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সকালে তাকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। পরিবারের দাবি, টাইফয়েডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মালাদেবীর। ১০ দিন আগে জ্বর হওয়ার পর বাড়িতে রেখেই চিকিৎসা চলছিল। বাড়াবাড়ি হওয়ায় ১ জুন তাঁকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।

গায়ে পেট্রল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা, কোনওমতে প্রাণে বাঁচলেন তৃণমূল নেতা

শনিবার রাতে তার অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পথেই তাঁর মৃত্যু হয়। চিকিৎসকরা অবশ্য মৃত্যুর কারণ নিয়ে কিছু বলেননি। রবিবার তারকেশ্বরের জয়নগরের বাড়িতে মালাদেবীর দেহ নিয়ে আসা হলে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে। মায়ের মৃত্যুর খবর শুনে ক্যানসার আক্রান্ত ১৮ বছরের মেয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ব্লেড দিয়ে হাত বেশ কিছু জায়গায় কেটে ফেলেন। মালাদেবীকে শেষশ্রদ্ধা জানাতে ছুটে আসেন মন্ত্রী অসীমা পাত্র, জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি মেহেবুব রহমান ও অন্যান্যরা। তারকেশ্বর পুরসভার ভাইস চেয়ারম্যান উত্তম কুন্ডু জানান, মালা সাহা দলের অত্যন্ত সক্রিয় কর্মী ছিলেন। তাঁর এই অকাল প্রয়াণে দলের প্রভূত ক্ষতি হল।

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ