Advertisement
Advertisement
Hooghly's sweet seller ready to welcome TMC MP Abhishek Banerjee

‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে হুগলির জনাইয়ের মনোহরা চেখে দেখবেন অভিষেক, প্রস্তুতি তুঙ্গে

সোমবার হুগলি জেলায় যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Hooghly's sweet seller ready to welcome TMC MP Abhishek Banerjee । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:June 4, 2023 11:23 am
  • Updated:June 4, 2023 4:20 pm

সুমন করাতি, হুগলি: ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে জেলায় জেলায় ঘুরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামিকাল, সোমবার হুগলি জেলায় যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রথমে জাঙ্গিপারা থেকে শুরু করে চণ্ডীতলা জনাই হয়ে সিঙ্গুরের দিকে যাবেন। আর তার মাঝেই চেখে দেখবেন জনাই বাজারের বিখ্যাত মনোহরা মিষ্টি। তাই দোকান মালিক এবং স্থানীয়দের মধ্যে তুঙ্গে উন্মাদনা।

জনাইয়ের কমলা সুইটসের মালিক স্বপন কুমার দাস। প্রতি বছর কলকাতায় রাজ্য সরকারের একাধিক খাদ্যমেলায় অংশ নেয় জনাইয়ের মনোহরা। পুরস্কারও জিতেছেন মিষ্টির দোকানের মালিক। তিনি বলেন, “জনাইয়ের মনোহরা বিখ্যাত। এই মিষ্টির জন্য বহু পুরস্কারও পেয়েছি। আর এবার দোকানে খেতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা জনাইয়ের গর্বের দিন হবে।” কাজুবাদাম ও অন্যান্য সামগ্রী দিয়ে মনোহরা তৈরি করা হয়। সেভাবেই হবে। আর যদি কেউ স্পেশ্যাল কিছু করে দিতে বলেন তা-ও করা হবে বলেও জানান দোকান মালিক।

Advertisement

[আরও পড়ুন: দক্ষিণ-পূর্ব রেলে দুর্ঘটনা নিয়ে ৩ বছর আগেই সতর্ক করে সংসদীয় কমিটি! পাত্তা দেয়নি মোদি সরকার]

অভিষেক তাদের দোকানের বিখ্যাত মনোহরা খাবেন বলে কথা, তাই প্রস্তুতি তুঙ্গে। কমলা সুইটসের বিক্রেতা তপন চট্টোপাধ্যায় বলেন, “অভিষেকদা আসবেন এটা জনাইয়ের মানুষের কাছে গর্বের। তাঁকে সবরকমভাবে খুশি করতে প্রস্তুত আমরা।” তাঁদের বিশ্বাস, বিখ্যাত মনোহরা খেয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও খুবই ভাল লাগবে। তাই এককথায় বলাই যায়, অভিষেকের অপেক্ষায় প্রায় গোটা জনাই।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: ‘কোথায় আছিস বাবু…?’, রক্তাক্ত অবস্থায় ওড়িশা ট্রেন দুর্ঘটনায় নিখোঁজ ছেলেকে খুঁজছেন মা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement