Advertisement
Advertisement
Digha

দিঘায় আকাশছোঁয়া হোটেল ও টোটো ভাড়া! রথযাত্রার আগে কড়া ব্যবস্থা প্রশাসনের

রাজ্য প্রশাসন সূত্রের খবর, প্রতিদিন ১ লক্ষ দর্শনার্থী দিঘা যাচ্ছেন।

Hotel and toto rentals are increasing in Digha
Published by: Suhrid Das
  • Posted:June 16, 2025 9:09 am
  • Updated:June 16, 2025 9:09 am  

স্টাফ রিপোর্টার, কলকাতা ও দিঘা: রথের দিন যত এগোচ্ছে দেশের এই নবতম তীর্থস্থান জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে দিঘায় তত পারদ চড়ছে উত্তেজনার। একদিকে সেজে উঠছে রথ। আয়োজন গড়াচ্ছে চূড়ান্ত প্রস্তুতির দিকে। তার সঙ্গে মাথাব‌্যথার কারণ হয়ে উঠেছে দিঘায় বাড়তে থাকা হোটেল ও টোটোর ভাড়া। ওল্ড দিঘা থেকে নিউ দিঘা যেতে টোটো আগে মাথাপিছু ২০ টাকা করে নিত। সেই ভাড়াই পাঁচগুণ বেড়ে এখন মাথাপিছু হয়েছে ১০০ টাকা। দিঘার হোটেল ব‌্যবসা বরাবর রমরমাই ছিল। এখন সেই হোটেল ব‌্যবসায়ীদেরই কার্যত ‘ডাকাত’ বলে আখ‌্যা দিচ্ছেন পর্যটকরা। সমুদ্র থেকে দূরে গড়পড়তা হোটেলের নন-এসি রুমের এক রাতের ভাড়া এখন ২০০০ টাকা। আগে এই রুমই মিলত ৫০০-৬০০ টাকায়। এসি রুম মিলত ১২০০-১৫০০ টাকায়। তার জন‌্যই এখন দিতে হচ্ছে ৪০০০-৪৫০০টাকা।

Advertisement

এমনকী, রাস্তার পাশে ঝুপড়ি দোকানেও খাবার দাম বেড়ে গিয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ করেছে দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন। বিরক্ত পর্যটকদের অভিযোগের কথা মেনে নিয়েই অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী জানিয়েছেন, তাঁদের ফেসবুক পেজে এই সংক্রান্ত অভিযোগ কোনও পর্যটক জানালেই তৎক্ষণাৎ ব‌্যবস্থা নেবেন। তাঁর কথায়, “আমরা হোটেল মালিকদের নিয়ে বসেছিলাম। পর্যটকদের অভিযোগ ধরে ধরে সমস‌্যার সমাধান করা হয়েছে। এরপরও পর্যটকরা আমাদের অভিযোগ জানালে বা সোশাল মিডিয়ায় সংগঠনের পেজে অভিযোগ জানালেও আমরা হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা নেব।”

জগন্নাথ মন্দিরের ৭ নম্বর গেট দিয়ে তিনটি রথ বেরোবে। রথযাত্রার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকার কথা ৫০ জনের বেশি বিদেশি ভক্তের। কারা কোন রথ টানবে, তাঁদের নামের তালিকাও তৈরি হয়েছে। পুণ্যার্থী-পর্যটকদের সকলেই যাতে রথের রশি ছুঁতে পারেন, সেই লক্ষ্যে একেবারে পুরনো মন্দির পর্যন্ত রাস্তাজুড়ে থাকবে রথের রশি। রাজ‌্য প্রশাসন সূত্রের খবর, প্রতিদিন ১ লক্ষ দর্শনার্থী আসছেন। এখনও পর্যন্ত এসেছেন ৩০ লক্ষ পর্যটক। ওড়িশার বালাশোর, ভদ্রক, কেওনঝড়, জাজপুর, ময়ূরভঞ্জের মতো এলাকা থেকে বহু মানুষ এসেছেন। ৮৫০ হোটেলের মধ্যে ১০০টি প্রিমিয়াম হোটেল আছে দিঘায়। যেখানে প্রতিদিন প্রায় ৭৫ থেকে ৮০ হাজার করে অতিথি থাকছেন। ফলে একটা বিষয় স্পষ্ট যে, এই ক’দিনেই স্থানীয় ব‌্যবসার প্রসার হয়েছে বিপুল পরিমাণে, বেড়েছে কর্মসংস্থানও।

মাসির বাড়ির সামনে রথ রাখার জন্য পাথরের চাতাল তৈরি হয়েছে। সংলগ্ন ঝাউবনে তৈরি হয়েছে ঘাসের গালিচা। সেখানে ঢোকার মুখে থাকবে বিশাল তোরণ। পুরনো জগন্নাথ মন্দিরের পাশে আর একটি ছোট মন্দির তৈরি হয়েছে। যে পরিকাঠামো গড়ে তুলতে ৭৫ লক্ষ টাকা খরচ হয়েছে। কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট তথা দিঘার জগন্নাথ মন্দির ট্রাস্টের সদস্য রাধারামণ দাস বলেন, “রথের প্রস্তুতি জোরকদমে চলছে। ওই দিন ৫০ জনেরও বেশি বিদেশি ভক্ত দিঘার মন্দিরে আসবেন। তিনটি রথ ফুল দিয়ে সাজিয়ে তোলা হবে। ২৬ জুন সকাল ৭টা থেকে জগন্নাথদেব ভক্তদের দর্শন দেবেন। প্রথা মেনে নেত্র উৎসব হবে।” ১১ জুন স্নানযাত্রার পর থেকে মন্দির দর্শন বন্ধ রয়েছে। ২৬ জুন সকালে ফের ভক্তদের দর্শন হবে। আদি জগন্নাথ মন্দির ট্রাস্টের সভাপতি সুশীল প্রধান বলেন, রথযাত্রার দিন থেকে এখানে মেলা বসবে। সপ্তাহব্যাপী ভোগের ব্যবস্থা থাকবে। উল্টোরথের দিন বহু ভক্তকে অন্নভোগ খাওয়ানো হবে। মন্দিরের আশপাশে ১০০টি দোকান বসার আয়োজন করা হচ্ছে। জানা গিয়েছে, নতুন জগন্নাথ মন্দির থেকে আদি মন্দির পর্যন্ত এক কিলোমিটার রাস্তায় কিছুদূর অন্তর এলইডি স্ক্রিন লাগানো থাকবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement