চন্দ্রজিৎ মজুমদার, কান্দি: খাবার খারাপ, হোটেল মালিককে পিটিয়ে মেরে ফেলল এক যুবক! বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের খড়গ্রামের সতসঙ্গ আশ্রমের কাছে রাস্তার ধারে একটি হোটেলে। ্অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
[চোপড়ায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে চলল গুলি, আহত দশম শ্রেণির ছাত্রী]
মৃতে ব্যক্তির নাম বাবু শেখ। বাড়ি, খড়গ্রামেরই হাজিপাড়ায়। হলদিয়া ফারাক্কা জাতীয় সড়কের ধারে একটি লাইন হোটেল চালাতেন তিনি। রাতের দিকে লরি চালকরাই ওই হোটেলে খাওয়া-দাওয়া করেন। মৃতের স্ত্রী জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে বাবু শেখের হোটেলে খেতে আসে সুকুরুদ্দিন শেখ নামে এক যুবক। অর্ডার দেওয়া পর খাবার দিতে দেরি হওয়ায় চিৎকার-চেঁচামিচি করতে শুরু করে সে। শেষপর্যন্ত যখন খাবার দেওয়া হয়, তখন সুকুরুদ্দিন অভিযোগ করে, খাবার অত্যন্ত নিম্নমানের। এরপরই হোটেল মালিক বাবু শেখে কিল-চর-ঘুষি মারতে থাকে সুকুরুদ্দিন।ভয় পেয়ে যান হোটেলের কর্মীরা। বাবু শেখের বাড়িতে খবর পাঠান তাঁরা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। খড়গ্রাম ব্লক হাসপাতালে নিয়ে গেলে বাবু শেখকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
এদিকে হোটেল মালিককে পিটিয়ে খুনের অভিযোগে সুকুরুদ্দিন শেখকে গ্রেপ্তার করেছে খড়গ্রাম থানার পুলিশ। তদন্তকারীরা জানিয়েছে, সুকুরুদ্দিন শেখের বাড়িও মুর্শিদাবাদের খড়গ্রামেই। শুক্রবার তাকে কান্দি মহকুমা আদালতে পেশ করে পুলিশ। ধৃতকে ১৪ দিনে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
[ গর্ত খুঁড়ে মজুত চোলাই তৈরির সামগ্রী, হতবাক পুলিশ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.