Advertisement
Advertisement
Tehatta

লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন প্রধানের স্বামী! তেহট্টে বাম-কংগ্রেস শাসিত পঞ্চায়েতে ‘বেনিয়ম’

অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের।

Husband of pradhan allegedly getting fund of Lakshmir Bhander at Tehatta
Published by: Subhankar Patra
  • Posted:June 12, 2025 9:03 pm
  • Updated:June 12, 2025 9:04 pm  

রমণী বিশ্বাস, তেহট্ট: বাম-কংগ্রেস জোটের পঞ্চায়েত। প্রধানের স্বামীর নামে ঢুকছে লক্ষ্মীর ভান্ডারের টাকা! দুয়ারে সরকারের ক্যাম্পের সময় প্রধান নিজের প্রভাব খাটিয়ে স্বামীর নাম লক্ষ্মীর ভান্ডারের তালিকায় প্রবেশ করিয়ে দিয়েছেন বলে অভিযোগ। তেহট্ট-১ ব্লকের কানাইনগর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিভিন্ন সরকারি দপ্তরে চিঠি দিয়ে অভিযোগ জানাচ্ছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

Advertisement

কানাইনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান টগরী ঘোষ। অভিযোগ, চল্লিশ মাস ধরে প্রধানের স্বামী নিলোৎপল ঘোষ লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন। লক্ষ্মীর ভান্ডারের পোর্টাল খুললেই নিলোৎপলের নাম দেখা যাচ্ছে বলে অভিযোগ বলে অভিযোগ তুলেছে পঞ্চায়েতের বিরোধীদল তৃণমূল। প্রশ্ন উঠছে শুধুমাত্র মহিলাদের জন্য শুরু করা রাজ্য সরকারের এই প্রকল্পে পঞ্চায়েত প্রধানে স্বামীর নাম উঠল কী করে? তৃণমূলের অভিযোগ প্রধান নিজের প্রভাব খাটিয়ে অবৈধভাবে এই কাজ করেছেন।

যদিও অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান টগরী ঘোষ। তাঁর কথায় তিনি দুয়ারে সরকার ক্যাম্পে তাঁর নথিপত্র জমা দিয়ে লক্ষীর ভান্ডারের আবেদন করেছিলেন। সেই টাকাই তিনি মাসে মাসে পাচ্ছেন। তাঁর স্বামীর অ্যাকাউন্টে টাকা ঢুকছে কি না তা তিনি জানেন না। স্বামীর নাম পোর্টালে রয়েছে কি করে সেই প্রশ্নের উত্তরে জানি না কেই হাতিয়ার করেছেন তিনি। ঘটনার তদন্তের দাবি করেছে তৃণমূল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement