Advertisement
Advertisement

Breaking News

ক্ষোভপ্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী, এগরার আইসি মৌসম চক্রবর্তীকে বদলি করল রাজ্য

এগরা থানার প্রাক্তন কর্তাকেই ফের পাঠানো হল এগরায়।

IC of Egra police station transferred after blast
Published by: Subhajit Mandal
  • Posted:May 19, 2023 2:02 pm
  • Updated:May 19, 2023 2:09 pm

রঞ্জন মহাপাত্র, কাঁথি: খাদিকুলে বিস্ফোরণের ঘটনায় নিস্ক্রিয়তার জেরে এগরার আইসি (Egra IC) মৌসম চক্রবর্তীকে বদলি করে দিল রাজ্য। এগরা থানার নতুন আইসি হলেন স্বপন গোস্বামী। এর আগেও এগরার ওসি হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। এগরার আইসিকে পাঠানো হল, হুগলি গ্রামীণ জেলার সাইবার ক্রাইম থানায়।

গত মঙ্গলবার দুপুরে মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামে একটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। ওই ঘটনার জেরে রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি। ঘটনার দিনই এগরা থানার আইসির ভূমিকায় ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, “এই পুরো ঝামেলা মিটলে আমি আইসির বিরুদ্ধে ব্যবস্থা নেব। এলাকায় এত বড় একটা কারখানা চলছিল, অথচ আইসির কাছে কোনও খবর নেই! এলাকায় টহলদারি নেই কেন? আইসির উচিত ছিল আমাদের জানানো।”

Advertisement

[আরও পড়ুন: এখনই ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল নয়, অন্তর্বর্তী স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের]

মুখ্যমন্ত্রী সেদিন জানান, এগরার ওই বাজি কারখানার মালিক কৃষ্ণপদ বাগকে আগে গ্রেপ্তার করা হয়েছিল। আদালত থেকে জামিন পান তিনি। কিন্তু আদালত থেকে জামিন পাওয়ার পর কীভাবে ওই এলাকায় ফের কারখানা গড়ে তুললেন? থানার কাছে খবর ছিল না কেন? সেটা নিয়ে ক্ষোভপ্রকাশ করেন মমতা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আবার অভিযোগ করেন, ওই আইসির সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল অভিযুক্তের।

Advertisement

[আরও পড়ুন: WBBSE Madhyamik Class 10 Result 2023: ৭৬ দিনের মাথায় প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হারের নিরিখে প্রথমে পূর্ব মেদিনীপুর]

মুখ্যমন্ত্রী ক্ষোভপ্রকাশ করার পরই এগরার আইসিকে নোটিস পাঠানো হয়। জল্পনা ছিল যে কোনও সময় তাঁকে সরিয়ে দেওয়া হবে। শুক্রবার সকালেই বিজ্ঞপ্তি দিয়ে মৌসম চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হল। তাঁর জায়গায় এলেন স্বপন গোস্বামী (Swapan Goswami)। এর আগে এগরা থানায় দীর্ঘদিন কাজ করার দরুণ, গোটা এলাকা ভাল করে চেনেন তিনি। স্পর্শকাতর পরিস্থিতিতে তাই অভিজ্ঞ স্বপনের উপরই আস্থা রাখল রাজ্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ