Advertisement
Advertisement

Breaking News

মানসকে শোকজের সিদ্ধান্ত কংগ্রেসের

মানসকে দল থেকে বরখাস্তের সবুজ সংকেত মিলেছে বলেই জানাচ্ছেন কংগ্রেসের শীর্ষ নেতারা৷

INC to show cause Manas Bhunia over PAC issue
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 22, 2016 7:27 pm
  • Updated:September 12, 2020 12:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিএসি বিতর্কে মানসকে শোকজের সিদ্ধান্ত নিল কংগ্রেস৷ সহ-সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে রাজ্য নেতাদের বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷

পিএসির চেয়ারম্যান হওয়া নিয়ে দলীয় নেতাদেরই ক্ষোভের মুখে পড়েন মানস ভুঁইয়া৷  দলের তরফে ঠিক করা হয়েছিল এই পদ তুলে দেওয়া হবে জোট সদস্য বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীকে৷ দিল্লি থেকে এ ব্যাপারে সবুজ সংকেতও পেয়েছিলেন কং নেতারা৷ কিন্তু স্পিকার মানসের নামই এই পদের জন্য ঘোষণা করেন৷ আর তারপর থেকেই এই নিয়ে দোলাচল চলছে৷ কংগ্রেস বিধায়করা মানসকে পদ ছাড়ার অনুরোধ করলেও তিনি তা অস্বীকার করেন৷ রাজ্য স্তরে সমস্যার সমাধান না হওয়ায় দিল্লির নেতাদের দ্বারস্থ হন প্রদেশ কংগ্রেসের নেতারা৷ সেই বৈঠকের পরই মানসকে শোকজের সিদ্ধান্ত নেওয়া হয়৷ তাঁর বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগও তোলেন রাজ্য নেতারা৷ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে অধীর চৌধুরী জানান, দলে যে কোনওরকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাহুল গান্ধী৷ ফলত মানসকে দল থেকে বরখাস্তের সবুজ সংকেত মিলেছে বলেই জানাচ্ছেন কংগ্রেসের শীর্ষ নেতারা৷

Advertisement

যদিও এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করতে নারাজ মানস ভুঁইয়া৷ জানিয়েছেন, এখনও আনুষ্ঠানিকভাবে কোনও চিঠি তিনি হাতে পাননি৷ দল তাঁকে না তাড়ালে তিনি কংগ্রেস ছাড়বেন না বলেই জানিয়েছেন৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ