Advertisement
Advertisement

Breaking News

আলিপুর সংশোধানাগারে ওয়ার্ডেনের গলায় কোপ আইএস জঙ্গি মুসার

পালানোর ছক করছিল ওই জঙ্গি?

IS millitant musa attacks a warden with sharp weapon in Alipur jail
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 3, 2017 7:41 am
  • Updated:August 10, 2019 12:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  আলিপুর কেন্দ্রীয় সংশোধানাগারে এক বন্দির হাতে আক্রান্ত ওয়ার্ডেন৷ গলায় ধারালো অস্ত্রের কোপ৷ সংশোধনাগার সূত্রে খবর, রবিবার সকালে এই কাণ্ড ঘটিয়েছে আইএস জঙ্গি মুসা৷ গুরুতর আহত অবস্থায় ওই ওয়ার্ডেন ভরতি এসএসকেএম হাসপাতালে৷

[ইভটিজার থেকে অসুস্থ রোগী, এবার সমস্যা হলেই রক্ষাকর্তা টিকিট পরীক্ষক]

Advertisement

গত বছরের জুলাই মাসে বর্ধমান স্টেশনে আপ বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার থেকে জঙ্গি সন্দেহে মসিউদ্দিন মিয়া ওরফে মুসাকে আটক করা হয়৷ গোয়েন্দাদের দাবি, সিরিয়ায় আইএস জঙ্গি সংগঠনের সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে তার৷ এ রাজ্যে আইএস-এর জাল বিস্তারের পরিকল্পনা করেছিল এই জঙ্গি নেতা৷ এমনকী, খাগড়াগড় কাণ্ডের মূল অভিযুক্ত আমজাদ আলির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করত মুসা৷ প্রথমে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডির হেফাজতে ছিল সে৷ কিন্তু, খাগড়াগড় কাণ্ডে নাম জড়ানোর পর, তাকে নিজেদের হেফাজতে নিয়েছে এএনআই৷ এখন আলিপুর কেন্দ্রীয় সংশোধানাগারে বন্দি মুসা৷ সংশোধনাগার কর্তৃপক্ষের দাবি, রবিবার সকালে সংশোধানাগারে এক ওয়ার্ডেনের উপর হামলা চালায় মুসা৷ ওই ওয়ার্ডেনের গলায় ধারালো অস্ত্রের কোপ মারে সে৷ ঘটনায় শোরগোল পড়ে যায় আলিপুর কেন্দ্রীয় সংশোধানাগারে৷ গুরুতর আহত ওই ওয়ার্ডেনকে ভরতি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে৷

Advertisement

[লকআপে আড্ডায় মজে দুই ‘দুষ্টু স্যর’, ধিক্কার শহর জুড়ে]

কিন্তু, সংশোধানাগার বন্দি মুসার হাতে ধারালো অস্ত্র পৌঁছল কী করে?  সংশোধানাগার কর্তৃপক্ষের দাবি, দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করেই ওয়ার্ডেনের উপর হামলা চালিয়েছে মুসা৷ একটি চামচকে ধারালো করে, সেটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে সে৷ কিন্তু, হামলার কারণ এখনও স্পষ্ট নয়৷

[মুখ্যমন্ত্রীর কাছে স্কুল বন্ধ করে দেওয়ার আবেদন নির্যাতিতার বাবার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ