Advertisement
Advertisement
Kalipuja 2024

মণ্ডপে মঞ্জুলিকা! কালীপুজোয় অন্য ‘ভুলভুলাইয়া’ জলপাইগুড়ির ভূতপাড়ায়

মঞ্জুলিকা যেমন প্রাসাদে ঘুরে বেড়ায়, তেমনই একটি অট্টালিকা তৈরি করা হয়েছে। নাম 'অভিশপ্ত অট্টালিকা'।

Kalipuja 2024: Jalpaiguri pandal presents 'Manjulika' to surprise visitors
Published by: Sucheta Sengupta
  • Posted:October 31, 2024 3:23 pm
  • Updated:October 31, 2024 3:53 pm

শান্তনু কর, জলপাইগুড়ি: কালীপুজো, দিওয়ালিতে রূপোলি পর্দা কাঁপাতে আসছে ‘মঞ্জুলিকা’ বিদ্যা বালানের ‘ভুলভুলাইয়া ৩’। কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিতকে নিয়ে যতটা না চর্চা, তার চাইতে বেশি চর্চায় এখন জলপাইগুড়ির ‘ভূত পাড়া’। ভুলভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির মতো পর পর কালীপুজোয় দাপুটে ভূতেদের হাজির করে ভিড়ের নিরিখে চমক দেওয়া ভগত সিং কলোনির এবারের ভাবনায় অভিশপ্ত অট্টালিকা, যা নিয়ে চর্চা তুঙ্গে শহরজুড়ে।

মণ্ডপে ‘মঞ্জুলিকা’র আগমন! নিজস্ব চিত্র।

ভূত নিয়ে সাধারণ মানুষের আগ্রহের খামতি নেই। বাঙালি ভূত ‘মঞ্জুলিকা’কে চেনেন না, আসমুদ্র হিমাচলে এমন মানুষের সংখ্যা খুবই কম। ‘ভুলভুলাইয়া’র সেই মঞ্জুলিকা আবারও আসছে কালীপুজোয়। তাও আবার কালীপুজোয়। স্বাভাবিকভাবেই যাদের পরিচিতি ভুলভুলাইয়া আর ভূত নিয়ে, সেই জলপাইগুড়ির ভগত সিং কলোনি কালচারাল অ্যান্ড স্পোর্টিং ক্লাবও এবার সতর্ক মঞ্জুলিকাকে নিয়ে।

Advertisement

আজ থেকে আট বছর আগে ‘ভুলভুলাইয়া’ থেকে অনুপ্রাণিত হয়ে কালীপুজোয় জ্যান্ত ভূতের প্রদর্শনী শুরু করে শহরের এই ক্লাব। কখনও ভয়মহল, কখনও আবার ভূতের হাসপাতাল। মেছো, গেছো, পেত্নি, শাকচুন্নি, ব্রক্ষ্মদত্যি, স্কন্ধকাটাদের নিয়ে গায়ে কাঁটা দেওয়া সব কর্মকাণ্ড! যা দেখার আগ্রহে কয়েকঘন্টা লাইনে দাঁড়িয়েও বিরক্ত বোধ করেননি দর্শনার্থীরা। বছরের পর বছর কালীপুজোয় ভূতের শো করে ভূতপাড়া হিসেবেও পরিচিতি পায় গোটা এলাকা।

জলপাইগুড়ির ভগত সিং কলোনি কালচারাল অ্যান্ড স্পোর্টিং ক্লাবের নয়া চমক। নিজস্ব চিত্র।

ক্লাব সম্পাদক সঞ্জয় সরকারের কথায়, ”ভূতই আমাদের ইউএসপি। ভুলভুলাইয়া থেকে অনুপ্রাণিত হয়েই পথ চলা।” গত সাত বছরে অল্প টাকায় জলপাইগুড়ির বিগ বাজেটের পুজোগুলোকে ভিড়ের নিরিখে কার্যত চ্যালেঞ্জ জানানো ভূত পাড়ার ছেলেমেয়েদের কাছে এবার চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মঞ্জুলিকা। সঞ্জয় জানান, পাড়ার ছেলেমেয়েরাই ভূত সেজে আসছে। এবার দীপাবলিতে ‘ভুলভুলাইয়া’ রিলিজের খবরে দর্শনার্থী ধরে রাখতে ভাবনা চিন্তাতেও বেশ কিছু সংযোজন ঘটিয়েছেন তাঁরা। মঞ্জুলিকা যেমন একটি প্রাসাদে ঘুরে বেড়ায়, ঠিক সেইভাবেই একটি অট্টালিকা তৈরি করা হয়েছে। নাম রাখা হয়েছে ‘অভিশপ্ত অট্টালিকা’। সেখানেই ঘোরাফেরা করবে ছোট-বড়-মাঝারি মিলিয়ে এক ডজনেরও বেশি ভূত। বিষয়টিকে আরও ভৌতিক করে তুলতে আলো, শব্দ আর মেকআপের উপরেই জোর দেওয়া হচ্ছে। রুপালি পর্দায় যাঁরা ভুলভুলাইয়া দেখতে ছুটবেন, তাঁরা অভিশপ্ত অট্টালিকায় না এলে মিস করবেন বলেই দাবি ভগত সিংয়ের পুজো উদ্যোক্তাদের।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement