Advertisement
Advertisement

Breaking News

Kalipuja 2024

মর্মান্তিক! কালীপুজোয় বাজি পোড়াতে গিয়ে উলুবেড়িয়ায় ২ শিশু-সহ মৃত তিন

ঘরের ভিতরে মোমবাতি, ফুলঝুরি জ্বালানো হচ্ছিল। তা থেকেই এত বড় দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান দমকলের।

Kalipuja 2024: Three including two minors died during celebration with firecrackers at Uluberia
Published by: Sucheta Sengupta
  • Posted:November 1, 2024 7:46 pm
  • Updated:November 1, 2024 10:09 pm  

মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: আলোর উৎসবে মর্মান্তিক ঘটনার সাক্ষী উলুবেড়িয়া। বাজি পোড়াতে দিয়ে দুই শিশু-সহ তিনজনের মৃত্যু হল আগুনে জ্বলে। মৃত আরেকজন কিশোরী বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গঙ্গারামপুর এলাকার একটি বাড়িতে প্রচুর বাজি মজুত ছিল। তা পোড়াতে গিয়ে আচমকা অগ্নিকাণ্ড ঘটে। বাজির আগুনে ঝলতে মৃত্যু হয় তিনজনের। মৃত ৯ বছরের তানিয়া মিস্ত্রি, ৪ বছরের মমতাজ খাতুন ও মাত্র আড়াই বছরের ঈশান ধাড়া। আহত হয়েছেন বছর কুড়ির মনীষা খাতুন। তাঁকে কলকাতার বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গঙ্গারামপুর এলাকার ওই বাড়িতে ঘরের মধ্যেই তিনজন ফুলঝুরি, মোমবাতি জ্বালাচ্ছিল। সেই সময় কোনও কারণে আগুন লেগে যায়। ঘরের ভিতরে তারা আটকে পড়ে। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়েছে। প্রতিবেশীদের নজরে তা আসতেই সঙ্গে সঙ্গে দমকল, পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় উলুবেড়িয়া থানার পুলিশ। যায় উলুবেড়িয়া ফায়ার সার্ভিসের কর্মীরা। কোনওক্রমে ঘর থেকে তাদের উদ্ধার করা হলেও বাঁচানো যায়নি।

Advertisement
ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে নামে দমকল। নিজস্ব চিত্র।

জানা গিয়েছে, গ্রাউন্ড ফ্লোর মিলিয়ে বাড়িটি তিনতলা। বাড়িতে ৯ জন সদস্য ছিলেন। বাড়িতে ঢোকার মুখেই রান্নাঘর। তার পাশেই একটি কামরায় তানিয়া, মমতাজ, ঈষাণ ও মনীষা ফুলঝুরি বা এরকম কোনও আতসবাজি জ্বালাচ্ছিল। ঘরের দরজা বন্ধ ছিল। সেই সময়ই আগুন লেগে যায়। গোটা গোটা কামরাটি আগুনের গ্রাসে চলে যায়। ঘরের মধ্যে আটকে থাকা চার জনেই অগ্নিদগ্ধ হয়।

এই দুর্ঘটনার জেরে বাড়ির সামনের অংশ এবং একটি দোকান ভস্মীভূত হয়েছে বলে দমকল সূত্রে খবর। দমকলের ২টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। বাড়ির ভিতরের আসবাবও পুড়েছে বলে জানান দমকল কর্মীরা। এমন বিপদে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। দুর্ঘটনাস্থলের সামনে লোকে লোকারণ্য। আলোর উৎসবের মাঝে এভাবে তিনজনের প্রাণ চলে যাওয়ায় স্বভাবতই শোকের ছায়া এলাকায়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement