রিন্টু ব্রহ্ম, কালনা: ফেসবুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিকর পোস্ট করার চাঞ্চল্যকর অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে টোটো চালক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম সুরাজ বিশ্বাস। বাড়ি কালনা শহরের শ্যামগঞ্জ পাড়ায়। অভিযোগ, মাসাধিক কাল ধরে ফেসবুকে মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছে সুরাজ। এই ঘটনায় কালনা শহরের বাসিন্দা নীল দত্তের অভিযোগের ভিত্তিতেই সুরাজকে গ্রেপ্তার করে কালনা থানার পুলিশ। ধৃতকে শনিবার আদালতে তোলা হবে। সেখানেই ধৃতকে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।
জানা গিয়েছে, ‘সুরজ স্কাই লাইট’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে ধৃত যুবকের। সেই প্রোফাইল থেকেই টানা কয়েকমাস ধরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করছিল সে। নাম না করেই চলছিল এই গর্হিত কাজ। সেইসঙ্গে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এমনকী, পুলিশরে বিরুদ্ধেই কুরুচিকর পোস্ট করে সুরাজ। দীর্ঘ কয়েকমাস ধরেই চলছিল এই কাজ। কালনা শহরের বেশিরভাগ টেকস্যাভি মানুষেরই দৃষ্টি এড়ায়নি। স্থানীয় পুরসভাতেও ঘটনাটি জানানো হয়। তারপর থেকে সুরাজের ফেসবুক অ্যাকাউন্টের দিকে নিয়মিত নজর রাখা হচ্ছিল। সম্প্রতি শহরের বাসিন্দা নীল দত্তের অভিযোগের ভিত্তিতেই সুরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
[মামার অ্যাকাউন্টে অনলাইনে সিঁধ কাটল ভাগ্নে, উধাও লক্ষাধিক টাকা]
এই প্রসঙ্গে কালনা পুরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ বাগ জানান, ‘এই সমস্ত বিষয়গুলি বেশ কিছুদিন ধরেই আমাদের নজরে আসছিল। মাননীয়া মুখ্যমন্ত্রী তথা একজন মহিলার বিরুদ্ধে কোনও কটূ মন্তব্য সহ্য করব না। ধৃতের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা যাতে নেওয়া হয় পুলিশের কাছে তার আবেদন করা হয়েছে।’ পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারির পর ধৃত যুবক অপরাধ স্বীকার করেছে। তার বিরুদ্ধে সাইবার আইনে মামলাও রুজু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কালনায়।