Advertisement
Advertisement

Breaking News

Kanchankanya Express

রেলগেট খোলা অথচ সিগন্যাল সবুজ, বরাতজোরে দুর্ঘটনা এড়াল কাঞ্চনকন্যা এক্সপ্রেস

হতাহতের কোনও খবর নেই।

Kanchankanya Express averted accident in Malbazar

বরাতজোরে দুর্ঘটনা এড়াল কাঞ্চনকন্যা এক্সপ্রেস। নিজস্ব চিত্র।

Published by: Paramita Paul
  • Posted:July 3, 2024 11:32 am
  • Updated:July 3, 2024 1:19 pm

অরূপ বসাক, মালবাজার: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা। এর মধ্যে বরাতজোরে বড়সড় দুর্ঘটনা এড়াল কাঞ্চনকন্যা এক্সপ্রেস। অভিযোগ, মালবাজারের কাছে খোলা ছিল রেলগেট। অথচ সিগন্যাল ছিল সবুজ। দ্রুত গতিতে ছুটে আসছিল এক্সপ্রেসটি। একই সময় রেলগেট খোলা থাকায় পারাপার করছিল ছোট গাড়ি, মানুষজন। কাছাকাছি আসতে বিষয়টি নজরে পড়ে চালকের। তৎক্ষণাৎ এমারজেন্সি ব্রেক কষেন চালক। দ্রুতগতিতে থাকা এক্সপ্রেসটি থামে রেলগেট ছুঁয়ে। হতাহতের কোনও খবর নেই।

জানা গিয়েছে, শিয়ালদাগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস(Kanchankanya Express) চালসার দিক থেকে প্রচণ্ড গতিতে মালবাজারের দিকে ছুটছিল। মালবাজারের কাছে শোনগাছি চা বাগান এলাকায় একটি রেল গেট আছে। দ্রুত গতিতে ছুটে আসার ট্রেন থেকে হঠাৎ চালক দেখতে পান, রেলগেট নামানো নেই। অথচ সিগন্যালে সবুজ বাতি অর্থাৎ থ্রু পাস। রেল গেটের গার্ড পতাকা হাতে দাঁড়িয়ে না থাকায় চালকের সন্দেহ আরও বেড়ে যায়। এমারজেন্সি ব্রেক কষে গাড়ি থামিয়ে দেন চালক। কিন্তু ততক্ষণে ট্রেনটি প্রায় রেলগেট ছুঁয়ে গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: হাথরাস প্রথম নয়, ধর্মীয় স্থানে পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যুমিছিল আগেও দেখেছে দেশ]

রেলগেট খোলা থাকায় সেই সময় প্রচুর বাইক, সাইকেল এবং ছোট গাড়ি পারাপার করছিল সেই লাইনের উপর দিয়ে। ট্রেন থামিয়ে নেমে আসেন চালক এবং অন্যান্য কর্মীরা। গেটম্যানের ঘরে ঢুকে দেখেন বসে রয়েছেন গেট ম্যান। তড়িঘড়ি নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইতে থাকেন এই রেলকর্মী। সূত্রের খবর, রেলগেট যে খোলা রয়েছে তা তিনি ভুলে গিয়েছেন বলে দাবি করেছেন ওই গেটম্যান। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে রেল। ফলে এ বিষয়ে কিছু বলতে চায়নি তারা।

উল্লেখ্য, ১৭ জুন নিউ জলপাউগুড়ি ছাড়ার পরই ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। প্রাণ গিয়েছিল বহু যাত্রীর। প্রশ্ন উঠেছিল রেলের ভূমিকা নিয়ে। সেই ক্ষত শোকানোর আগেই এদিন ফের রেল আধিকারিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেল। 

[আরও পড়ুন: ৮ হাজার টাকা না দেওয়ায় বৃদ্ধকে অর্ধনগ্ন করে মারধরের চেষ্টা, গণপিটুনির হাত থেকে বাঁচাল পুলিশ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement