Advertisement
Advertisement

Breaking News

কেবিসি-র নামে প্রতারণা, আসানসোলের কুলটিতে প্রতারিত স্কুলছাত্রী

৬৩ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ৷

KBC forgery in Kulti
Published by: Tanumoy Ghosal
  • Posted:November 9, 2018 6:16 pm
  • Updated:November 9, 2018 6:16 pm

চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: টিভিতে ফের শুরু হয়েছে কৌন বনেগা কোড়পতি বা কেবিসি৷ আর এই জনপ্রিয় গেম শো-কে হাতিয়ার করেই রমরমিয়ে চলছে প্রতারণা কারবারও৷ আসানসোলের কুলটিতে প্রতারিত দ্বাদশ শ্রেণির এক ছাত্রী৷ পুলিশে অভিযোগ দায়ের করেছে সে৷ ওই কিশোরীর দাবি, কেবিসি-তে পুরস্কার জেতার নাম করে তার কাছ থেকে ৬৩ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা৷

[ভাইফোঁটা নিতে যাওয়ার পথে দুর্ঘটনা, মৃত একই পরিবারের ৩ জন]

Advertisement

সহজ কয়েকটি প্রশ্নের জবাব দিতে পারলেই নগদ পুরস্কার৷ অমিতাভ বচ্চনের সঞ্চালনায় তুমুল জনপ্রিয় হয়েছে গেম শো কৌন বনেগা কোড়পতি বা কেবিসি৷ মাঝে একবার শো-টি সঞ্চালনা করেছিলেন শাহরুখ খান৷ তবে সেবার অনুষ্ঠানটি তেমন জনপ্রিয় হয়নি৷ ফলে বাধ্য হয়ে ফের বিগ বি-কেই ফিরিয়ে এনেছেন শো নির্মাতারা৷ প্রায় দশ বছর ধরে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে টিভি-তে৷ কেবিসি-র জনপ্রিয়তা এতটাই যে, এই অনুষ্ঠানটিকে হাতিয়ার করেছে প্রতারকরাও! পুরস্কার জেতার টোপ দিয়ে বার্তা পাঠানো হচ্ছে হোয়াটসঅ্যাপে৷ প্রতারকদের খপ্পরে পড়েছেন আসানসোলের কুলটির এক স্কুলছাত্রী৷

Advertisement

কুলটির নিয়ামতপুরে বাড়ি ওই ছাত্রীর৷ তার বাবা সামান্য রংমিস্ত্রি৷ দরিদ্র পরিবার৷ ওই ছাত্রীর দাবি, সোমবার তার হোয়াটসঅ্যাপে একটি বার্তা আসে৷ বার্তাটি পাঠিয়েছিলেন বিজয়কুমার যাদব নামে এক ব্যক্তি৷ হোয়াটসঅ্যাপ মেসেজে লেখা ছিল, ওই ছাত্রী কেবিসি গেম থেকে ২৫ লক্ষ টাকা জিতেছে৷ শুধু তাই নয়, একটি লটারির ছবি তুলেও পাঠানো হয় বলে অভিযোগ৷ ওই ছাত্রীর দাবি, লটারিতে অমিতাভ বচ্চন-কেবিসি, এমনকী, নরেন্দ্র মোদির লোগোও ছিল৷ অভিযোগকারিনীর দাবি, ১৪ ডিজিটের একটি নম্বর দেওয়া হয়েছিল৷ সেই নম্বরটি মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপ কল করতে বলা হয়৷ জানানো হয়েছিল, ওই নম্বরটি এসবিআইয়ের মুম্বই শাখার ম্যানেজারের৷ ফোন করলে, দুটি অ্যাকাউন্ট নম্বর দেবে সে৷ সেই অ্যাকাউন্টে ১৮ হাজার টাকা জমা করতে হবে৷ প্রথমে টাকা পাঠিয়েছিল আসানসোলের কুলটির ওই ছাত্রী৷ তাঁর দাবি, ১৮ হাজার টাকা পাঠানোর পর, ফের ৪৫ হাজার টাকা চাওয়া হয়৷ তখনও সন্দেহ হয়নি তার৷ ফের টাকা পাঠিয়ে দেয় সে৷ শেষে যখন আরও ৮৪ হাজার টাকা চাওয়া হয়, তখন হুঁশ ফেরে ওই ছাত্রীর৷ কিন্তু, যে নম্বর থেকে হোয়াটসঅ্যাপে বার্তা এসেছিল, সেই নম্বরে বারবারই ফোন করেও সাড়া মেলেনি বলে অভিযোগ৷

KBC forgery in Kulti

কুলটির নিয়ামতপুর ফাঁড়িতে অভিযোগ জানিয়েছে ওই স্কুল ছাত্রী৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, যে দুটি অ্যাকাউন্ট নম্বরে টাকা পাঠাতে বলা হয়েছিল, সেই দুটি অ্যাকাউন্টটি কলকাতার৷ প্রতারণার হাত থেকে বাঁচতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের এডিসিপি (পশ্চিম) অনামিত্র বসু৷

[ বাঘের আতঙ্কে বেঙ্গল সাফারিতে বন্ধ ‘লেপার্ড সাফারি’, উদ্বেগে পর্যটন মহল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ